সঙ্গীদের সঙ্গে এ বার একই হোটেলে জার্মানির ফুটবলাররা


ফুটবলাররা যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিকভাবে তরতাজা থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।


Dec 01, 2022 | 7:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Dec 01, 2022 | 7:30 AM




বৃহস্পতিবার রাতে গ্রুপ ই-র শেষ ম্যাচে কোস্তারিকার মুখোমুখি হচ্ছে জার্মানি। নক-আউটে যেতে হলে নিজেদের এই ম্যাচ জিততে তো হবেই, সঙ্গে স্পেন-জাপান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।ছবি: টুইটার

বৃহস্পতিবার রাতে গ্রুপ ই-র শেষ ম্যাচে কোস্তারিকার মুখোমুখি হচ্ছে জার্মানি। নক-আউটে যেতে হলে নিজেদের এই ম্যাচ জিততে তো হবেই, সঙ্গে স্পেন-জাপান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।ছবি: টুইটার

এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি দিল জার্মানির ফুটবল ফেডারেশন। ছবি: টুইটার

এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি দিল জার্মানির ফুটবল ফেডারেশন। ছবি: টুইটার

ফুটবলাররা যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিক ভাবে তরতাজা থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।  ছবি: টুইটার

ফুটবলাররা যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিক ভাবে তরতাজা থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ। ছবি: টুইটার

জার্মানির বিশ্বকাপ দলে যে ফুটবলাররা আছেন, তাঁদের বেশির ভাগেরই স্ত্রী, বান্ধবীরা কাতারে আছেন। স্পেনের বিরুদ্ধে জার্মানির ম্যাচে ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের গ্যালারিতে দেখা গিয়েছিল। মাঠে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র নিয়ে আপত্তি জানান ডিফেন্ডার মাথিয়াসের স্ত্রী ক্রিস্টিনা জিন্টার। তিনি দাবি করেন, মাঠ অত্যধিক ঠান্ডা করে রাখা হচ্ছে।   ছবি: টুইটার

জার্মানির বিশ্বকাপ দলে যে ফুটবলাররা আছেন, তাঁদের বেশির ভাগেরই স্ত্রী, বান্ধবীরা কাতারে আছেন। স্পেনের বিরুদ্ধে জার্মানির ম্যাচে ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের গ্যালারিতে দেখা গিয়েছিল। মাঠে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র নিয়ে আপত্তি জানান ডিফেন্ডার মাথিয়াসের স্ত্রী ক্রিস্টিনা জিন্টার। তিনি দাবি করেন, মাঠ অত্যধিক ঠান্ডা করে রাখা হচ্ছে। ছবি: টুইটার

জার্মানি দল সূত্রে জানা গিয়েছে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের পরেই ফুটবলারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি পেয়েই তাঁরা জার্মানি দল যেখানে আছে, সেই রিসর্টে চলে যান।  ছবি: টুইটার

জার্মানি দল সূত্রে জানা গিয়েছে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের পরেই ফুটবলারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি পেয়েই তাঁরা জার্মানি দল যেখানে আছে, সেই রিসর্টে চলে যান। ছবি: টুইটার






Most Read Stories


Leave a Reply