কাতারে রয়েছেন? অথচ বিশ্বকাপ দেখার টিকিট পাননি? তা হলে কী করবেন? হতাশ হয়ে হোটেল রুমে ফিরলে তো চলবে না। আয়োজক দেশ কাতার এ বিষয়েও নজর রাখছে। এ বারের বিশ্বকাপের সব ক’টি ম্যাচ দেখার জন্য এক বিশেষ ফ্যান জোন তৈরি করেছে কাতার। ৮টি স্টেডিয়ামের কোনওটিরই টিকিট আপনি না পেলে, চিন্তা নেই, ‘হায়া ফ্যান জোন’- রয়েছে। সেখানে বসে মাঠে খেলা দেখার মতো অনুভূতি পাবেন।
Dec 01, 2022 | 8:00 AM
Most Read Stories