‘হায়া ফ্যান জোনে’ কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমীরা


কাতারে রয়েছেন? অথচ বিশ্বকাপ দেখার টিকিট পাননি? তা হলে কী করবেন? হতাশ হয়ে হোটেল রুমে ফিরলে তো চলবে না। আয়োজক দেশ কাতার এ বিষয়েও নজর রাখছে। এ বারের বিশ্বকাপের সব ক’টি ম্যাচ দেখার জন্য এক বিশেষ ফ্যান জোন তৈরি করেছে কাতার। ৮টি স্টেডিয়ামের কোনওটিরই টিকিট আপনি না পেলে, চিন্তা নেই, ‘হায়া ফ্যান জোন’- রয়েছে। সেখানে বসে মাঠে খেলা দেখার মতো অনুভূতি পাবেন।


Dec 01, 2022 | 8:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Dec 01, 2022 | 8:00 AM




কাতারে রয়েছেন? অথচ বিশ্বকাপ দেখার টিকিট পাননি? তা হলে কী করবেন? হতাশ হয়ে হোটেল রুমে ফিরলে তো চলবে না। আয়োজক দেশ কাতার এ বিষয়েও নজর রাখছে। এ বারের বিশ্বকাপের সব ক'টি ম্যাচ দেখার জন্য এক বিশেষ ফ্যান জোন তৈরি করেছে কাতার। ৮টি স্টেডিয়ামের কোনওটিরই টিকিট আপনি না পেলে, চিন্তা নেই, 'হায়া ফ্যান জোন'- রয়েছে। সেখানে বসে মাঠে খেলা দেখার মতো অনুভূতি পাবেন। (ছবি-টুইটার)

কাতারে রয়েছেন? অথচ বিশ্বকাপ দেখার টিকিট পাননি? তা হলে কী করবেন? হতাশ হয়ে হোটেল রুমে ফিরলে তো চলবে না। আয়োজক দেশ কাতার এ বিষয়েও নজর রাখছে। এ বারের বিশ্বকাপের সব ক’টি ম্যাচ দেখার জন্য এক বিশেষ ফ্যান জোন তৈরি করেছে কাতার। ৮টি স্টেডিয়ামের কোনওটিরই টিকিট আপনি না পেলে, চিন্তা নেই, ‘হায়া ফ্যান জোন’- রয়েছে। সেখানে বসে মাঠে খেলা দেখার মতো অনুভূতি পাবেন। (ছবি-টুইটার)

হায়া ফ্যান জোন হল খোশমেজাজে বিশ্বকাপ উপভোগ করার এক বিশেষ স্থান। এখানে জমকালো সেলিব্রেশন চলে সব সময়ই। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

হায়া ফ্যান জোন হল খোশমেজাজে বিশ্বকাপ উপভোগ করার এক বিশেষ স্থান। এখানে জমকালো সেলিব্রেশন চলে সব সময়ই। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

হায়া ফ্যান জোনে একসঙ্গে ৩৫০০ দর্শক বড় বড় স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এখানে বসে খেলা দেখতে জড়ো হচ্ছেন প্রচুর দর্শক। (ছবি-টুইটার)

হায়া ফ্যান জোনে একসঙ্গে ৩৫০০ দর্শক বড় বড় স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এখানে বসে খেলা দেখতে জড়ো হচ্ছেন প্রচুর দর্শক। (ছবি-টুইটার)

হায়া ফ্যান জোনে মেগা স্ক্রিনে ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন খাবার এবং পানীয় চেখে দেখার সুযোগ পাবেন দর্শকরা। পাশাপাশি ইচ্ছুক দর্শকরা আইস স্কেটিংও উপভোগ করতে পারবেন। (ছবি-টুইটার)

হায়া ফ্যান জোনে মেগা স্ক্রিনে ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন খাবার এবং পানীয় চেখে দেখার সুযোগ পাবেন দর্শকরা। পাশাপাশি ইচ্ছুক দর্শকরা আইস স্কেটিংও উপভোগ করতে পারবেন। (ছবি-টুইটার)

২০ নভেম্বর ফ্যান জোন খুলে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর অবধি খোলা থাকবে এই ফ্যান জোন। এখানে প্রবেশের জন্য বিশেষ টিকিটের প্রয়োজন। হায়া কার্ড থাকা দর্শকরা এখানে প্রবেশের ক্ষেত্রে ছাড় পাবেন। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

২০ নভেম্বর ফ্যান জোন খুলে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর অবধি খোলা থাকবে এই ফ্যান জোন। এখানে প্রবেশের জন্য বিশেষ টিকিটের প্রয়োজন। হায়া কার্ড থাকা দর্শকরা এখানে প্রবেশের ক্ষেত্রে ছাড় পাবেন। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)






Most Read Stories


Leave a Reply