World Cup 2022 Matches Live Score Updates in Bengali: কাতার বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ ‘ই’ এবং ‘এফ’ থেকে কোন চারটি দল নকআউটে যাবে সেদিকে থাকবে চোখ। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
কাতার বিশ্বকাপের লাইভ আপডেট: গ্রাফিক্স টিভি৯ বাংলা
দোহা: গ্রুপ পর্বের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। হেরেও প্রি কোয়ার্টারে উঠেছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডও। আজ, বৃহস্পতিবার নজরে থাকবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন, জাপানের মতো দলগুলি। রাত ৮.৩০ নাগাদ গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মুখোমুখি বেলজিয়াম-ক্রোয়েশিয়া এবং কানাডা-মরক্কো। একটি ম্যাচে জয় ও একটিতে হার মিলিয়ে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে তাদের। নজর থাকবে কানাডা-মরক্কো ম্যাচের দিকেও। কানাডাকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামকে হারিয়ে চমকে দেওয়া মরক্কোর। রাত ১২.৩০ নাগাদ গ্রুপ ‘ই’-এর দুটি ম্যাচ খেলবে স্পেন-জাপান ও জার্মানি-কোস্টারিকা। জার্মানির কাছে মরণ বাঁচন ম্যাচ। অন্যদিকে পরের রাউন্ডে পা রাখতে এশীয় শক্তি জাপানের বিরুদ্ধে ঝাঁপাবে স্পেন। বিশ্বকাপের ম্যাচ ছাড়াও সবরকম আপডেট পেতে চোখ রাখুন TV9 Bangla-র এই লাইভ পেজে।
Published On – Dec 01,2022 12:02 PM