দোহা : অপরাজিত থেকেই নকআউটে যেতে পারবে ব্রাজিল (BRAZIL)! শিবিরের প্রত্যাশা তেমনই। তবে এই ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার জন্যও ব্যবহার করতে চাইছেন ব্রাজিল কোচ তিতে। সে কারণেই প্রথম একাদশে ঢালাও পরিবর্তন করতে চলেছেন। গ্যাব্রিয়েল জেসুস এবং ফ্রেডকে দেখা যাবে এই ম্যাচে। ব্রাজিলের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও বাকিদের জন্য নয়। গ্রুপ জি থেকে আর কোন একটি দল নকআউটে যাবে, তা নির্ভর করছে এই ম্যাচের ফলের উপরও। ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ ড্র হলেও ক্যামেরুনের একটা সম্ভাবনা থাকবে নকআউটে যাওয়ার। অন্য দিকে, সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ডের (SERBIA vs SWITZERLAND) মধ্যে যে জিতবে তারও সম্ভাবনা থাকছে। দুটি ম্যাচেরই লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।