FIFA World Cup 2022: বিশ্বকাপে রেফারি স্টেফানি ফ্রেপপার্টের ইতিহাস গড়ার মুহূর্ত


বিশ্বকাপের ইতিহাসে প্রথম মহিলা রেফারি হিসেবে রেকর্ড গড়লেন ৩৯ বছরের এই ফরাসি মহিলা রেফারি।


Dec 02, 2022 | 2:25 PM

| Edited By: Tithimala Maji

Dec 02, 2022 | 2:25 PM




বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে দেখা গেল রেফারির দায়িত্বে। শুক্রবার জার্মানি-কোস্টারিকা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে। (ছবি:টুইটার)

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে দেখা গেল রেফারির দায়িত্বে। শুক্রবার জার্মানি-কোস্টারিকা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে। (ছবি:টুইটার)

পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম মহিলা রেফারি হিসেবে নজির গড়লেন ৩৯ বছরের ফ্রেপপার্ট। কাতারের মতো রক্ষণশীল দেশে যেখানে নারী-পুরুষের সমান অধিকার এখনও প্রশ্নের মুখে সেখানেই ম্যাচের দায়িত্বে এক মহিলা রেফারি, ভাবা যায়! (ছবি:টুইটার)

পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম মহিলা রেফারি হিসেবে নজির গড়লেন ৩৯ বছরের ফ্রেপপার্ট। কাতারের মতো রক্ষণশীল দেশে যেখানে নারী-পুরুষের সমান অধিকার এখনও প্রশ্নের মুখে সেখানেই ম্যাচের দায়িত্বে এক মহিলা রেফারি, ভাবা যায়! (ছবি:টুইটার)

ফ্রান্সে জন্ম ফ্রেপপার্টের। ফুটবল খেলা ও রেফারিংয়ের প্রতি ছোট থেকেই আকর্ষণ। মাত্র ১৩ বছর বয়সেই ফুটবল জগতে প্রবেশ তাঁর।  (ছবি:টুইটার)

ফ্রান্সে জন্ম ফ্রেপপার্টের। ফুটবল খেলা ও রেফারিংয়ের প্রতি ছোট থেকেই আকর্ষণ। মাত্র ১৩ বছর বয়সেই ফুটবল জগতে প্রবেশ তাঁর। (ছবি:টুইটার)

১৮ বছর বয়সেই অনূর্ধ্ব ১৯ জাতীয় গেমে রেফারিংয়ের দায়িত্ব পান। এই মরসুমে ফ্রেঞ্চ লিগে ১৬টি ম্য়াচ পরিচালনার দায়িত্বে ছিলেন। (ছবি:টুইটার)

১৮ বছর বয়সেই অনূর্ধ্ব ১৯ জাতীয় গেমে রেফারিংয়ের দায়িত্ব পান। এই মরসুমে ফ্রেঞ্চ লিগে ১৬টি ম্য়াচ পরিচালনার দায়িত্বে ছিলেন। (ছবি:টুইটার)

২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম মহিলা রেফারি হিসেবে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে। তাঁর ঝুলিতে রয়েছে IFFHS কর্তৃক প্রাপ্ত সেরা রেফারির(২০১৯,২০২০,২০২১) খেতাব।(ছবি:টুইটার)

২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম মহিলা রেফারি হিসেবে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে। তাঁর ঝুলিতে রয়েছে IFFHS কর্তৃক প্রাপ্ত সেরা রেফারির(২০১৯,২০২০,২০২১) খেতাব।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply