World Cup 2022 Matches Live Score Updates in Bengali: শেষ পর্যায়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাগুলি। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
কাতার বিশ্বকাপের লাইভ আপডেট: গ্রাফিক্স টিভি৯ বাংলা
দোহা: প্রথম রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ। একাধিক অঘটন, কেউ নকআউটের পথ নিশ্চিত করেছে আবার চোখের জলে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে কয়েকটি দলের। ছিটকে পড়ার তালিকায় রয়েছে জার্মানি, বেলজিয়ামের মতো বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস। আজ গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল এবং ঘানা বনাম উরুগুয়ে। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮.৩০ থেকে। গ্রুপ সেরা হয়ে নকআউটের ম্যাচে নামতে চায় পর্তুগাল। অন্যদিকে গ্রুপ ‘জি’-এর ম্যাচ দুটি রয়েছে শুক্রবার রাত ১২.৩০ থেকে। ব্রাজিল বনাম ক্যামেরুন এবং সুইৎজারল্যান্ড বনাম সার্বিয়া। ব্রাজিল শেষ ষোলোয় আগেই পা রেখেছে। তাদেরও লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। বিশ্বকাপের সবরকম আপডেট পেতে চোখ রাখুন TV9 bangla–র এই লাইভ পেজে।