Neymer: সুস্থতার পথে নেইমার, শুরু করলেন ফিটনেস ট্রেনিং


নকআউটের ম্যাচে মাঠে হয়তো নামতে পারবেন না। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে সেক্ষেত্রে নেইমারকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

Image Credit source: Twitter

দোহা: আপামর ব্রাজিল সমর্থকদের স্বস্তি দিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করলেন সেলেকাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র। সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে নয়বার ফাউল করা হয়। তাতেই ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট লাগে। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ থেকে ছিটকে যান। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ থেকেই নাকি ছিটকে যেতে পারেন নেইমার। তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ। সব জল্পনা কাটিয়ে ট্রেনারদের কড়া তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন নেইমার। অর্থাৎ সুস্থ হয়ে উঠছেন তিনি। নকআউটের ম্যাচে মাঠে হয়তো নামতে পারবেন না। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে সেক্ষেত্রে নেইমারকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এদিন জিমে দীর্ঘ সময় কাটান। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। চোট থাকায় হালকা ট্রেনিং শুরু করেছেন। মাঠে নেমে কবে নাগাদ অনুশীলন শুরু করবেন তারই অপেক্ষায় ব্রাজিল-ভক্তরা।

বিস্তারিত আসছে…



Leave a Reply