তীব্র সঙ্কটে পেলে, ফুটবল সম্রাটের জন্য জীবনদায়ী ব্যবস্থা


Critical: হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে পেলের। ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে। শরীর জুড়ে নাকি ব্যথাও রয়েছে। তাই আর দেরি না করে পেলেকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে সরানো হয়েছে।

Image Credit source: twitter

সাও পাওলো: বিশ্বকাপে ব্রাজিল কি চ্যাম্পিয়ন হতে পারবে? ক্যামেরুনের কাছে হারের পর অনেকেই শোনাচ্ছেন এক অদ্ভুত গল্প। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপেও এমনই পরিস্থিতির মুখে পড়েছিল ব্রাজিল। গ্রুপ লিগের একটা ম্যাচ হেরে নক আউটে পা দিয়েছিল সেবার। তারপর আর ঘুরে দাঁড়ায়নি তারা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কাতারে কী হবে, তা নিয়ে ভাবার সময় নেই। ১৯৫৮ সালের বিশ্বকাপে যে পেলে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন, সেই তিনিই এ বার সঙ্কটজনক অবস্থায়। তাঁকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। পেলের অবস্থা কী, তুলে ধরল TV9 Bangla

কয়েক দিন আগেই সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবল সম্রাট। তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলার ক্যান্সারে ভুগছেন কিছুদিন ধরেই। প্রতি মাসেই তাঁকে হাসপাতালে যেতে কেমো থেরাপির জন্য। দিন কয়েক আগেই কারণেই ভর্তি হয়েছিলেন পেলে। তখনই শোনা গিয়েছিল, তাঁর অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু পেলের ছেলে ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, তাঁর কিংবদন্তি বাবাকে হাসপাতালে নিয়মমাফিক চিকিৎসার কারণেই ভর্তি করা হয়েছে। শুক্রবার খোদ পেলেই ইন্সটাগ্রামে লিখেছিলেন, তিনি সুস্থ আছেন। তাঁর জন্য ভক্তরা যে ভাবে ইতিবাচক ভালোবাসা দিয়েছেন, তাতে তিনি আপ্লুত। কাতারে তাঁর একটি বিশাল ডিজিটাল কাটআউট বানানো হয়েছিল। তা নিয়েও ধন্যবাদ জানান এ বারের বিশ্বকাপ আয়োজকদের। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই যে পেলে অসুস্থ হয়ে পড়বেন আবার, কেউই ভাবেননি।

হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে পেলের। ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে। শরীর জুড়ে নাকি ব্যথাও রয়েছে। তাই আর দেরি না করে পেলেকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে সরানো হয়েছে। ক্যান্সারের কারণে এমনিতেই বিপর্যস্ত পেলে। তার মধ্যে ফুসফুসে সংক্রমণ আরও চিন্তায় ফেলে দিয়েছে চিকিৎসকদের। সারা বিশ্ব জুড়ে পেলের জন্য শুরু হয়ে গিয়েছে প্রার্থনা।

Leave a Reply