শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ‘আন্ডারডগ’ মার্কিন যুক্তরাষ্ট্র


NETHERLANDS vs USA FIFA world Cup 2022: নকআউটে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা পেরোতে মরিয়া নেদারল্য়ান্ডসও। মাঠে তাদের লড়াই হোক কিংবা বাইরে কোচের। কোনওটাকেই এড়িয়ে যাওয়ার মতো নয়। লুইস ভ্য়ান গাল বিশ্বকাপের আগে ফের দায়িত্ব নিয়েছেন ডাচদের। পুনরায় দায়িত্বে ফেরার পর এখনও অবধি অনবদ্য পারফরম্যান্স নেদারল্যান্ডসের।

Image Credit source: twitter

দোহা : কিছুটা পথ পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। এতটুকুতেই সন্তুষ্টি কিংবা আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে অনবদ্য পারফরম্যান্স। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) তাদের নজরে ফাইনাল। তার জন্য অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হবে। টুর্নামেন্টের শুরু থেকেই তারা আন্ডারডগ। শেষ ষোলোর ম্যাচেও সেই তকমা নিয়েই নামছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই তকমা নিয়ে কাতার ছাড়তে নারাজ। আজ শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে অনবদ্য খেলেছে তারা। বিশেষ করে বলতে হয় তরুণ স্ট্রাইকার কোডি গাকপোর কথা। তিন ম্যাচেই গোল করেছেন। আল থুমামা স্টেডিয়ামে নজর থাকবে তাঁর দিকেও। প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার বলছেন, ‘আমাদের কাছে দারুণ সুযোগ। তবে এটাকে আমরা কোনও গর্ব হিসেবে দেখছি না। যোগ্য দল হিসেবেই এই জায়গায় এসেছি, এখান থেকে আরও এগিয়ে যেতে চাই। এই ম্যাচ খেলেই আমরা দেশে ফেরার বিমান ধরতে চাই না।’ গ্রুপ পর্বে ইংল্যান্ড ম্যাচটায় মার্কিন যুক্তরাষ্ট্রের পারফরম্য়ান্স অনবদ্য ছিল। তথাকথিত বড় দল এবং শক্তিশালী ইংল্য়ান্ডকে আটকে দেওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। কোচ বারহল্টার আরও বলছেন, ‘আমাদের কাছে এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর। দক্ষ কোচ, দুর্দান্ত ফুটবলারে সমৃদ্ধ শক্তিশালী নেদারল্যান্ডসকে ছাপিয়ে যাওয়ার ম্যাচ।’ দলের সেন্টারব্যাক ওয়াকার জিমেরম্যানের পরিষ্কার বার্তা, ‘গ্রুপ পর্ব পেরোনোই আমাদের এক মাত্র লক্ষ্য ছিল না। আমরা পরবর্তী ধাপটা জানতাম। বিশ্বকাপ জেতার একটাই পথ, নকআউটে ওঠা। প্রথম ধাপ পেরিয়েছি। আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখনই ব্যাগ গোছাবো না। ১৯ ডিসেম্বর অবধি মাথা উঁচু করে কাতারে থাকতে চাই। আর এটার জন্য প্রতিটা ম্যাচ ধরে এগোতে হবে।’

নকআউটে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা পেরোতে মরিয়া নেদারল্য়ান্ডসও। মাঠে তাদের লড়াই হোক কিংবা বাইরে কোচের। কোনওটাকেই এড়িয়ে যাওয়ার মতো নয়। লুইস ভ্য়ান গাল বিশ্বকাপের আগে ফের দায়িত্ব নিয়েছেন ডাচদের। পুনরায় দায়িত্বে ফেরার পর এখনও অবধি অনবদ্য পারফরম্যান্স নেদারল্যান্ডসের। ব্যক্তিগত জীবনেও লড়াকু মানসিকতার ভ্যান গাল। প্রস্টেট ক্য়ান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেই লড়াইয়ে জিতেছেন। অবসর ভেঙে কোচিংয়ে ফিরেছেন। শেষ ষোলোতেই থামা তাঁর কিংবা কমলা ব্রিগেডের কারও প্রত্যাশা নয়। গ্রুপে শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে জিতলেও তাঁর খেলার ধরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে সে সব নিয়ে মন্তব্যের পথে হাঁটলেন না। তাঁর নজর সামনের ম্যাচে। বলছেন, ‘প্রত্যেকেরই ভিন্ন মত থাকে। সুতরাং, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

Leave a Reply