FIFA World Cup 2022: মেসির দিকে তাকিয়ে লক্ষ লক্ষ চোখ!


ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনাও মেসির হাতে বিশ্বকাপ দেখার আশায় রয়েছেন। মেসির হাতে বিশ্বকাপ উঠলেই হয়তো বুয়েনস আইরিসের ফুলে ঢাকা সমাধি থেকে উঠে আসবেন।

বিশ্বকাপের লক্ষ্যে মেসি

Image Credit source: Twitter

দোহা: আর পাঁচজন বাবার মতোই তিনি দিনের শেষে বাড়ি ফেরেন। সন্তানদের বুকে আগলান, রাতে ছেলেদের সঙ্গে ঘুমোতে যান। মাঠের সেরা লিওনেল মেসি (Lionel Messi) কিন্তু ব্যাক্তিগত জীবনে একজন ভাল বাবাও। বাবার শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে ইতিমধ্যেই কাতারে (Qatar) পৌছেছেন মেসির পুত্র থিয়াগো, মাতিয়ো ও শিরো। তবে বাবা যে বিশ্বসেরা ফুটবলার, তা বোঝার বয়স হয়নি এখনও। কিছু না বুঝেও দিব্যি বাবার খেলা উপভোগ করছে তারা।

মেসির নামে সর্বদাই আবেগে ভাসে ফুটবল বিশ্ব। ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকা মেসির জায়গা ফুটবলপ্রেমীদের মনে। তাঁর শেষ বিশ্বকাপেও তাঁর দিকে তাকিয়ে অগুণতি চোখ। তাঁদের বিশ্বাস, প্রিয় নায়ক হতাশ করবেন না তাঁর ভক্তদের। মেসির শেষ বিশ্বকাপ দেখতে তাঁর ভাই রড্রিগো, মাতিয়াস ও সল কাতারে পৌঁছেছেন। মেসি তাঁর কেরিয়ার গড়ার লক্ষ্যে অল্প বয়সেই তাঁদের থেকে আলাদা হয়েছেন। তবে ভাইয়ের টানে সবসময় গ্যালারিতে উপস্থিত থেকেছেন তাঁরা। তাঁদেরও বিশ্বাস, কিছু করে দেখাবেই ম্যাজিশিয়ান ভাই। মেসির ঠাকুরমা সিয়েলা, যাঁকে মেসি তাঁর প্রত্যেকটি গোল আকাশের দিকে তাকিয়ে উৎসর্গ করেন ,তিনিও হয়তো বিশ্বাস করেন মেসি ম্যাজিক দেখাবেনই। খালি হাতে ফেরার ছেলে সিয়েলার নাতি নন।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস বলছে, তারা তিনবার কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছে। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বেই বিশ্বকাপের ইতি ঘটেছিল আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে পরাস্ত করে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। সামনে এখন আরও বড় লড়াই। মেসির হাতে  অধরা সোনার ট্রফিটি দেখার আশায় বসে আছেন লক্ষ লক্ষ হৃদয়। আর্জেন্টিনাবাসীর বিশ্বাস, তাঁদের নায়ক তথা ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনাও মেসির হাতে বিশ্বকাপ দেখার আশায় রয়েছেন। মেসির হাতে বিশ্বকাপ উঠলেই হয়তো বুয়েনস আইরিসের ফুলে ঢাকা সমাধি থেকে উঠে আসবেন।

Leave a Reply