শনিবার নিজের অজান্তেই কেরিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক মন্তব্য় করেন, মাইলফলকের বিষয়টি তাঁর মাথাতেই ছিল না!
Image Credit source: Twitter
দোহা: বারবার নিজের জাত চিনিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউটের ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর ম্যাজিকে কার্যত ধব্বংস অস্ট্রেলিয়া। বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে নিজের সপ্তম গোল করে ছাপিয়ে গেলেন নিজের দেশেরই কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Armando Maradona) রেকর্ড। শনিবার রাতের ম্যাচের পর মেসি প্রশংসায় মেতেছে গোটা বিশ্ব। সতীর্থরাও বাদ গেলেন না। এলএমটেনের গুনগান গেয়ে কী বলছেন তাঁর সতীর্থরা? তুলে ধরল TV9 Bangla।
শনিবার মেসির আর্জেন্টিনাকে চমকে দিতে চেয়েছিলেন অজি কোচ গ্রাহাম আর্নল্ড। কিন্তু সে গুড়ে বালি। মেসি ম্যাজিকে ভেঙে চুরমার অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস। প্রথম থেকেই বল নিজের দখলে রেখেছিল আর্জেন্টিনা। ছোট ছোট পাসে পরিকল্পনা মতোই আক্রমণে ওঠার চেষ্টা চালিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় মেসির অবাক করা গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যাবধানে। বিরতি থেকে ফিরে এসে ৫৭ মিনিটের মাথায় আরও একটি গোল করেন জুলিয়ান আলভারেজ। আক্রমণ, প্রতি আক্রমণ চলতে থাকে। ম্যাচের ৭৭ মিনিটে এক গোল শোধ করেন ক্রেগ গুডউইন। তবে গুডউইনের গোলে এ বার আর ‘গুডউইন’ হয়নি অস্ট্রেলিয়ার। ২-১ ব্যাবধানেই শেষ হয় ম্যাচ।
শনিবার নিজের অজান্তেই কেরিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১’র জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক মন্তব্য় করেন, মাইলফলকের বিষয়টি তাঁর মাথাতেই ছিল না! সাংবাদিক সম্মেলনে পিএসজি তারকা বলেন, ‘আমি ম্যাচের পরই জানতে পারি, এটি আমার হাজারতম ম্যাচ ছিল। আমি বর্তমানে থাকতে ভালোবাসি। দল হিসেবে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি খুশি। প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করতে পেরে ভালো লাগছে। আরও একটা ধাপ পেরোলাম।’ নিজের শেষ বিশ্বকাপে সপ্তম গোলটি করে নজির গড়েন ম্যাজিশিয়ান। ছাপিয়ে গেলেন মারাদোনার রেকর্ড। জয়ের পর তাঁর সতীর্থদের বলতে শোনা যায়, মেসিই দলের ৯৯.৯ শতাংশ। বাদবাকি যেটুকু শূন্যস্থান রয়েছে সেখানে রয়েছেন বাকিরা। তাঁদের আরও দাবি, তাঁদের কাছেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার রয়েছে। সেই সর্বশ্রেষ্ঠ মানুষটিকে নিয়ে পায়ে পা মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন তাঁরা।