সমর্থকদের উচ্ছ্বাসই আত্মবিশ্বাসের ইঞ্জেকশন, এমনটাই বলছেন লিও


Qatar 2022: লাওতারো মার্টিনেজ প্রসঙ্গে যোগ করলেন, ‘লাওতারো বহু ম্যাচে আমাদের বাঁচিয়েছে। দলের জন্য আগেও অনবদ্য পারফরম্যান্স করেছে, পরবর্তীতেও করবে। এই ম্যাচে যেমন জুলিয়ান গোল করেছে, লাওতারোও পরবর্তী ম্যাচে করবে। ম্যাচ শেষে সমর্থকদের যে উচ্ছ্বাস দেখেছি, সেটাই বড় প্রাপ্তি। এই উচ্ছ্বাসগুলোই পরবর্তী ম্যাচের আত্মবিশ্বাসের ইঞ্জেকশন।’

Image Credit source: Twitter

দোহা: সৌদি আরবের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান। এরপর থেকেই নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। ক্যাপটেন লিওনেল (Lionel Messi) মেসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। তবে কোচ স্কালোনির সম্পূর্ণ বিশ্বাস ছিল মেসির ওপর। তিনি জানতেন, কাতারে মেসি ম্যাজিক হবেই। আর তাই হল। কেরিয়ারের শেষ বিশ্বকাপে একের পর এক অনবদ্য পারফরম্যান্স। শেষ ষোলোর ম্যাচেও মাঠে নেমে দলকে এগিয়ে দিলেন কোয়ার্টার ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১’এর দুর্দান্ত জয়ের পর কী বললেন আর্জেনটিনার কোচ লিওনেল স্কালোনি? তুলে ধরল TV9 Bangla

শুরুটা কেমন হল তা জরুরি নয়। শেষ ভালো প্রয়োজন। আর্জেন্টিনার নজর এখন সে দিকেই। কাতারে পৌঁছে মেসিকে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি। একাই ফিটনেস ট্রেনিং করতে দেখা যায় ক্যাপটেনকে। তখন থেকেই আশঙ্কা শুরু হয়, তবে কি পুরোপুরি সুস্থ নন তিনি? সৌদির কাছে হারের পর আরও সুযোগ পেয়ে যান সমালোচকরা। মেসির পারফরম্যান্স নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসি এবং বাকি ওপর একশো শতাংশ বিশ্বাস রেখেছিলেন। বরং প্রথম ম্যাচে হারই যেন বাড়তি তাগিদ জুগিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর স্কালোনি বলেন, ‘এটাই ফুটবল। এখানে প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে হয়। এই যুদ্ধে শেষ ঘাম অবধি জয় ছিনিয়ে নিতে হয়।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শেষ মুহূর্তে রক্ত চাপ বাড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। অ্যাডেড টাইমে অনবদ্য একটা সেভ করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জিততে পারত। শেষ দিকে মেসির পাস থেকে সহজ দুটি সুযোগ নষ্ট করেন লাওতারো মার্টিনেজ। কোচ স্কালোনি বলছেন, ‘শেষ অবধি জিতে মাঠ ছেড়েছি, এর চেয়ে ভালো কী হতে পারে। যাঁরা গ্যালারিতে উপস্থিত ছিলেন, আকর্ষণীয় একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। এই মুহূর্তগুলো কোনও দিন ভোলার নয়। এগুলো ব্যতিক্রমী মুহূর্ত।’ লাওতারো মার্টিনেজ প্রসঙ্গে যোগ করলেন, ‘লাওতারো বহু ম্যাচে আমাদের বাঁচিয়েছে। দলের জন্য আগেও অনবদ্য পারফরম্যান্স করেছে, পরবর্তীতেও করবে। এই ম্যাচে যেমন জুলিয়ান গোল করেছে, লাওতারোও পরবর্তী ম্যাচে করবে। ম্যাচ শেষে সমর্থকদের যে উচ্ছ্বাস দেখেছি, সেটাই বড় প্রাপ্তি। এই উচ্ছ্বাসগুলোই পরবর্তী ম্যাচের আত্মবিশ্বাসের ইঞ্জেকশন।’

Leave a Reply