FRA vs POL Live Score: নকআউটে আজ এমবাপে বনাম লেওয়ানডস্কি, শেষ আটে কোন দল?


France vs Poland, FIFA World Cup 2022 LIVE: শুরু হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই। রবিবার মুখোমুখি ফ্রান্স ও পোল্যান্ড। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।

ফ্রান্স বনাম পোল্যান্ড

| Edited By: Tithimala Maji


Dec 04, 2022 | 7:30 PM

দোহা: কাতার বিশ্বকাপে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এখান থেকে ভুলচুকের কোনও জায়গা নেই। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। বাকি দলগুলোর মধ্যে কোন ছয়টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। শেষ ষোলোর পর্বের দ্বিতীয় দিনে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। চোট আঘাত জর্জরিত ফ্রান্স নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে তিউনেশিয়ার বিরুদ্ধে। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও অপরাজিত থেকে শেষ ষোলোয় পা রাখতে পারেননি কিলিয়ান এমবাপেরা। সেই হারের ক্ষত ভুলে নকআউটে নয়া উদ্যোমে ঝাঁপাবে দিদিয়ের দেশঁর টিম। রবিবারের ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড।  রবার্ট লেওয়ানডস্কিরাও গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে যায়। বিশ্ব চ্যাম্পিয়নদের কড়া চ্যালেঞ্জ তাঁদের সামনে।

Leave a Reply