Neymar: নকআউটের মরণ-বাঁচন লড়াইয়ের আগে কুসংস্কার যেন তাই আরও জাঁকিয়ে বসেছে নেমারের মাথায়।
দোহা: খেলার দুনিয়ায় বিভিন্ন তারকা নানা কুসংস্কারের গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তা যদি হয় ঘুরে দাঁড়ানোর লড়াই, তখন যেন আরও আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে সেই কুসংস্কারগুলি। এ বার নেইমারের ক্ষেত্রেও কি তেমনই হচ্ছে? চোটের জন্য গ্রুপ লিগের দুটি ম্যাচ খেলতে পারেনি। গ্রুপ লিডার হয়ে শেষ ষোলোয় ঢুকেছে বটে, কিন্তু শেষ ম্যাচে ব্রাজিলকে ক্যামেরুনের কাছে হারের ‘অঘটন’ হজম করতে হয়েছে। বিশ্বকাপের (FIFA World Cup 2022) ইতিহাসে এই প্রথম কোনও আফ্রিকান দেশের বিরুদ্ধে ধাক্কা খেয়েছে ‘পাঁচ-তারা’ ব্রাজিল (Brazil)। নকআউটের মরণ-বাঁচন লড়াইয়ের আগে কুসংস্কার যেন তাই আরও জাঁকিয়ে বসেছে নেইমারের (Neymar Jr) মাথায়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে বদলে ফেলেছেন নিজের হেয়ারকাট। শুধু তাই নয়, এর নেপথ্যের গল্প জানেন কি? সেটাই তুলে ধরল Tv9Bangla।
এ টুকুতে যদি আপনি অবাক না হয়ে থাকেন, তাহলে অবাক হওয়ার জন্য আরও তথ্য রয়েছে নেইমারের ঝুলিতে। নতুন লুকের জন্য ব্যক্তিগত হেয়ার স্টাইলিষ্টকে দোহায় ডেকে এনেছেন সাম্বা তারকা! চোট সারিয়ে এখন অনেকটাই চনমনে নেইমার। নকআউটের পর্যায়ের প্রথম ম্যাচেই কামব্যাক করছেন। আর তাই নিজের পছন্দের হেয়ার স্টাইলিস্টকে নিয়ে এসেছেন দোহায়। শুধুমাত্র চুলের পাল্টে ফেলার জন্যই! কালো চুল সাদা রং করিয়েছেন। এই ‘ব্লন্ড লুকেই’ এর আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি।
কিছুক্ষণ পরই কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। যে দল জিতবে, সে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচে হার মানে এ বারের মতো বিদায় জানাতে হবে বিশ্বকাপকে। মরুদেশ থেকে ফেরার টিকিট কাটতে হবে। আবার চার বছরের অপেক্ষা…। তাই কামব্যাকের আগে কোনও ঝুঁকি নিতে চাইছেন না নেইমার। অতীতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোল করার সময় যে লুক ছিল, যে হেয়ার স্টাইলিষ্টের হাতের কাজ ছিল, সেই সবে হুবহু মিল রাখতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিল শিবিরের এদিনের প্রথম একাদশে জায়গায় করে নিয়েছেন নেইমার। চোট সারিয়ে আবার তৈরি সাম্বা গোলমেশিন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াইয়ে নেইমার ময়দানে ফিরবেন বলে আশায় বুক বেঁধেছিলেন তাঁর হেয়ার স্টাইলিস্ট নারিকোও। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। নেইমারের ছোট ছোট করে ছাঁটা চুলে, সাদা ডাই… সবই নারিকোর হাতের শৈল্পিক কারুকার্য। নিজের ইস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন নেমার। এখন দেখার পছন্দের হেয়ার স্টাইলিস্ট, আর পছন্দের হেয়ার কাটে নকআউটে ক’টি গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
সাম্বা তারকা ফুটবলারের এমন বড় ম্যাচের আগে হেয়ার স্টাইল বদলানো নতুন কোনও ঘটনা নয়। এর আগেও ক্লাব ম্যাচের সময় নেমার গোলাপি রঙ করে ফেলেছিলেন গোটা চুলে। সেটি ছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাস। প্যারিস সাঁ-জাঁ বনাম মন্টপেলিয়ার ম্যাচের আগে এমনই এক চোখ ধাঁধাঁনো লুকে দেখা গিয়েছিল নেমারকে।