World Cup 2022 Matches Live Score Updates in Bengali: কাতার বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
কাতার বিশ্বকাপের লাইভ আপডেট: গ্রাফিক্স টিভি৯ বাংলা
দোহা: কাতার বিশ্বকাপে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এখান থেকে ভুলচুকের কোনও জায়গা নেই। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। বাকি দলগুলোর মধ্যে কোন চারটি টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। আজ, সোমবার রাতে শেষ আটে ওঠার চ্যালেঞ্জ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিলের। প্রতিপক্ষ সন হিউং মিনের দল দক্ষিণ কোরিয়া। পর্তুগালকে হারিয়ে নকআউটে পা রাখা কোরিয়া বড় চ্যালেঞ্জ হতে চলেছে নেইমারদের।ব্রাজিল ম্যাচের আগেই নির্ধারণ হয়ে যাবে শেষ আটের আরও একটি দল। সূর্যোদয়ের দেশ জাপান নাকি গতবারের রানার্স ক্রোয়েশিয়া? কোন দল বাজিমাত করবে আজ? বিশ্বকাপের সব খবরের জন্য চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।