JAP vs CRO Live Score: জাপানের কাঁধে আজ এশিয়ার ‘সম্মান’, সামনে গতবারের রানার্স ক্রোয়েশিয়া


Japan vs Croatia Live Score, FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।

জাপান বনাম ক্রোয়েশিয়া

| Edited By: Tithimala Maji


Dec 05, 2022 | 8:53 PM

LIVE NEWS & UPDATES

  • 05 Dec 2022 08:53 PM (IST)

    ২০ মিনিট অতিক্রান্ত

    ম্যাচ ২০ মিনিট অতিক্রান্ত হয়েছে। বল দখলে এগিয়ে ক্রোয়েশিয়া। জাপানও সুযোগ তৈরির প্রয়াস চালাচ্ছে। জাপান ০-০ ক্রোয়েশিয়া।

  • 05 Dec 2022 08:33 PM (IST)

    কিক অফ

    শুরু আল জানৌব স্টেডিয়ামে জাপান বনাম ক্রোয়েশিয়া ম্যাচ।

  • 05 Dec 2022 07:42 PM (IST)

    ক্রোয়েশিয়ার স্টার্টিং লাইন আপ

    জাপানের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার স্টার্টিং লাইন আপ।

  • 05 Dec 2022 07:40 PM (IST)

    জাপানের প্রথম একাদশ

    ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জাপানের প্রথম একাদশ।

  • 05 Dec 2022 07:38 PM (IST)

    জাপান গড়বে নয়া ইতিহাস?

    বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল। এ বার নতুন ইতিহাস গড়বে ব্লু সামুরাইরা?

দোহা: অস্ট্রেলিয়া ছিটকে গিয়েছে গত শনিবার। আজ কাতার বিশ্বকাপের নকআউটে ওঠা এশিয়ার আরও দুটি দল জাপান ও দক্ষিণ কোরিয়ার সামনে শেষ আটে ওঠার সুযোগ। প্রথম ম্যাচ জাপানের। প্রতিপক্ষ গতবারের রানার্স টিম ক্রোয়েশিয়া। অতীতে জাপান কখনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেনি। তাদের সামনে আজ নতুন ইতিহাস লেখার সুযোগ। জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের সূচনা করা ব্লু সামুরাইদের হালকাভাবে নিচ্ছেন না লুকা মদ্রিচরা। ফাইনালে উঠে গতবার চমকে দিয়েছিল ক্রোয়েশিয়া। এ বার তাদের লক্ষ্য কাপ নিয়ে বাড়ি ফেরা। তার আগে নকআউটের বাধা পার করতে হবে। কে জিতবে আজকের বাজি? জাপান নাকি ক্রোয়েশিয়া। ফয়সালা হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যেই।

Published On – Dec 05,2022 7:35 PM



Leave a Reply