FIFA world Cup 2022: ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল ক্রোয়েশিয়ার। ফ্রান্সের কাছে ৪-২ গোলের ব্য়বধানে হেরে যায় ক্রোটরা। ২০২২ এর বিশ্বকাপে অনেক বদল এনেছেন কোচ দালিচ।
Image Credit source: twitter
দোহা : বিশেষজ্ঞদের মতে, কাতারে এ বার ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল। দুর্দান্ত ফর্মে রয়েছেন সেলেকাওরা,মনে করছেন ফুটবল মহলের অনেকেই। বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই বিষয় নিয়েই কথা বলতে দেখা গেল ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচকে। কী বললেন তিনি? তুলে ধরল TV9 BANGLA।
সোমবার কাতার বিশ্বকাপের নকআউটে জাপানিদের হারিয়ে শেষ আটে পৌঁছেছেন ক্রোটরা। পেনাল্টি শুটআউটে জাপানিদের হারিয়েছে ক্রোয়েশিয়া। দলের পারফরম্য়ান্সে কোচ জ্লাতকো দালিচ যে খুশি তা বলাই বাহুল্য়। তবে পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলকে একেবারেই সহজ ভাবে নিচ্ছেন না দালিচ। ক্রোয়েশিয়া কোচের কাছে ব্রাজিল এখন আতঙ্ক। তবে নিজেদের দলকে নিয়ে একটুও আত্মবিশ্বাস হারাননি দালিচ। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে তাঁর দল, দৃঢ় বিশ্বাস নিয়ে জানিয়েও দিচ্ছেন দালিচ।
ফুটবল বিশেষজ্ঞদের মতে,কাতার বিশ্বকাপে ব্রাজিল অন্য়তম সেরা দল। এই মতের ভিত আরও শক্ত হয়েছে সোমবার রাতে, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর। এ ছাড়াও সার্বিয়া, সুইৎজারল্য়ান্ডকেও দক্ষতার সঙ্গে হারিয়েছে সেলেকাওরা। এর পরে আরও শক্তিশালী হয়ে উঠবে ব্রাজিল, মনে করছেন ফুটবল মহলের অনেকেই। অর্থাৎ ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল যে কঠিন প্রতিপক্ষ, তা বলাই বাহুল্য়।
২০১৮ বিশ্বকাপের ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল ক্রোয়েশিয়ার। ফ্রান্সের কাছে ৪-২ গোলের ব্য়বধানে হেরে যায় ক্রোটরা। ২০২২ এর বিশ্বকাপে অনেক বদল এনেছেন কোচ দালিচ। তিনি বলেছেন, ‘২০১৮ র বিশ্বকাপের ফাইনাল হার হওয়ার পর অনেক কিছু বদলেছে জাতীয় টিমের। এই কাতার বিশ্বকাপে আমাদের টিমের মানসিকতায় পরিবর্তন এসেছে। ফুটবলাররা মানসিক ভাবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।’ এই মানসিকতাই দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এ ব্য়াপারে আমি সুনিশ্চিত। ৯ ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। বিশ্বকাপের কাছাকাছি পৌঁছতে হলে, রাশিয়া বিশ্বকাপের হতাশা মেটাতে হলে কিন্তু দালিচের টিমকে হারাতেই হবে নেইমারদের। তা কি পারবে ক্রোয়েশিয়া?