INDIA vs BANGLADESH: বাংলাদেশ ব্যাটিংও খুব ভালো জায়গায় ছিল তা নয়। ১২৮-৪ থেকে ১৩৬-৯ স্কোরে পৌঁছয় তারা। ১০৪ বল কোনও বাউন্ডারি আসেনি। বোর্ডে ২৫০’র উপর স্কোর থাকলে ভারতের জেতার সম্ভাবনাই বেশি ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। তবে ভারতীয় ব্যাটিং মিরপুরের মন্থর পিচের সঙ্গে মানিয়ে নিতে না পারলে সিরিজে ঘুরে দাঁড়ানো কঠিন।
Image Credit source: twitter
মিরপুর : তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে পিছিয়ে ভারত। প্রথম ম্যাচে ব্য়াটিং বিপর্যয়। ভারতের (Team India) বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপ সর্বসাকুল্যে ১৮৬ রানেই অলআউট। বোলাররা মরিয়া চেষ্টা করলেও শেষটা ভালো হয়নি। শেষ উইকেট জুটিতে ভারতের বিরুদ্ধে ১ উইকেটে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। তাদের জয়ে নায়ক মেহদি হাসান মিরাজ। লিটন দাসের নেতৃত্বের অভিষেক এই সিরিজে। ম্যাচ জিতেছেন, এ বার তাঁর সামনে সিরিজ জেতার সুযোগ। ০-১ পিছিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সিরিজ বাঁচানোর ম্যাচে নামছেন রোহিতরা। ভারত বনাম বাংলাদেশ (INDIA vs BANGLADESH) দ্বিতীয় একদিনের ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
ভারতের করা ১৮৬ রানও একটা সময় অনেক বড় স্কোর মনে হয়েছিল। বোলারদের অনবদ্য পারফরম্যান্সে মনে হয়েছিল, এখান থেকেও ম্যাচ জেতা সম্ভব। তবে শেষ মুহূর্তে বাজিমাত বাংলাদেশের। শেষ উইকেটে মেহদি হাসান মিরাজ এবং বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান ৫১ রানের জুটি গড়ে। এই জুটির সৌজন্যেই ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ভারতীয় বোলারদের ভালো পারফরম্যান্সেও কিছুটা কাঁটার মতো এই জুটি। মিরপুরের মন্থর পিচে ভারতীয় ব্যাটিং বিভাগ হতাশ করেছে। লোকেশ রাহুল ছাড়া কেউই সেভাবে ভরসা দিতে পারেননি। দ্বিতীয় ওয়ান ডে-তে নজর থাকবে অক্ষর প্যাটেলের ফিটনেসে। তাঁকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। অক্ষর ফিরলে বাদ পড়বেন আর এক বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
বাংলাদেশ ব্যাটিংও খুব ভালো জায়গায় ছিল তা নয়। ১২৮-৪ থেকে ১৩৬-৯ স্কোরে পৌঁছয় তারা। ১০৪ বল কোনও বাউন্ডারি আসেনি। বোর্ডে ২৫০’র উপর স্কোর থাকলে ভারতের জেতার সম্ভাবনাই বেশি ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। তবে ভারতীয় ব্যাটিং মিরপুরের মন্থর পিচের সঙ্গে মানিয়ে নিতে না পারলে সিরিজে ঘুরে দাঁড়ানো কঠিন। দ্বিতীয় ওয়ান ডে-তে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই বাংলাদেশের। ভারতীয় শিবিরে শার্দূল ঠাকুরের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, সাংবাদিক সম্মেলনে শিখর ধাওয়ান নিশ্চিত করেছেন, শার্দূল ফিট। তবে অক্ষর প্যাটেলকে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত নয়।
ভারত বনাম বাংলাদেশ, সকাল ১১.৩০