MESSI-MBAPPE, FIFA WC: মেসি-এমবাপে ম্যাজিকে মজেছে মরুশহর!


FIFA world Cup 2022: তরুণ তুর্কি কিলিয়ান এমবাপেই ফ্রেঞ্চ শিবিরে অশ্বমেধের ঘোড়া। এমনই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ৪ ম্য়াচে ৫ গোল করেছেন এমবাপে। শুধু তাই নয়, ২৪ বছরের এই ফুটবল তারকা এখন গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে।

Image Credit source: twitter

দোহা: কাতার বিশ্বকাপ জুড়ে চলছে মেসি-এমবাপে দাপট। ফুটবল জগতে নিজেদের ফর্মের কারণে ভূয়সী প্রশংসা পাচ্ছেন দুজনেই। তাঁদের খেলা দেখে আনন্দে ভাসছেন ফুটবল সমর্থকরা। এক ক্লাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেও বিশ্বকাপের মাটিতে তাঁরা প্রতিপক্ষ। কথায় আছে,নবীনদের আগমন হলে প্রবীণদের বিদায়বেলা আগত হয়। তবে মেসি-এমবাপে যেন এই প্রবাদের উর্দ্ধে। ফুটবল মহলের একাংশের মতে, বয়সের তারতম্য় থাকলেও তুলনায় মেসি খেলছেন দুরন্ত ফর্মে। এই দুই তারকার খেলা দেখে গর্বিত পিএসজির সভাপতি নাসের আল খিলাফি। কে এগিয়ে? কে পিছিয়ে? সেটাই তুলে ধরল TV9 BANGLA

চলছে কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ড। আর্জেন্টিনা ইতিমধ্য়েই উত্তীর্ণ হয়েছে কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টাইন অধিনায়ক মেসির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্য়ে ৩ ম্য়াচে ৩ গোল করেছেন লিও। ম্য়াচ সেরার পুরস্কার পেয়েছেন ২টি। কাতার বিশ্বকাপের মাটিতে তিনি খেললেন কেরিয়ারের ১০০০ তম ম্য়াচ। লিওর কেরিয়ারের গোল সংখ্য়া ৭৮৯টি। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আছেন এলএম টেন। অন্য় দিকে, ফ্রান্সও পিছিয়ে নেই। তারাও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তরুণ তুর্কি কিলিয়ান এমবাপেই ফ্রেঞ্চ শিবিরে অশ্বমেধের ঘোড়া। এমনই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ৪ ম্য়াচে ৫ গোল করেছেন এমবাপে। শুধু তাই নয়, ২৪ বছরের এই ফুটবল তারকা এখন গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে।

পিএসজির সভাপতি আল খিলাফি ক্লাবের তরুণ ফুটবলারকে নিয়ে বলেছেন,”নিজের দেশকেই সবার আগে সমর্থন করবো।” মেসি-এমবাপে তর্ক আপাতত মুলতুবি রাখতে হবে। দু’জনই এখন নিজের দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য মরিয়া। মেসি যেমন কেরিয়ারের শেষ বিশ্বকাপে প্রথম ট্রফি জিততে চান, তেমনই এমবাপে চাইছেন, খেতাব ধরে রাখতে। গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপে এ বার অনেক বেশি পরিণত।

Leave a Reply