শেষ চার বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল, এ বার?


লক্ষ্য হেক্সা। তার আগে তিনটে ধাপ। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে সেমিফাইনালের লক্ষ্যে। প্রতিপক্ষ শুধুই ক্রোয়েশিয়া নয়, তাদের পরিসংখ্যানও। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনাল্ডো নাজারিও টুর্নামেন্টে সর্বাধিক ৮ গোল করেছিলেন। কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডিনহো, রিভাল্ডোরাও ছিলেন সেই দলে। এ বার কাতার বিশ্বকাপের গ্যালারিতে ব্রাজিলের প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে ২০০২ চ্যাম্পিয়ন দলের অনেককেই। মাঠের বাইরে, তাঁরাও ষষ্ঠ তারার খোঁজে। তারপরের বিশ্বকাপ কেমন কেটেছে ব্রাজিলের?


Dec 09, 2022 | 10:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Dec 09, 2022 | 10:00 AM




পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে সেমিফাইনালের লক্ষ্যে। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনাল্ডো, কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডিনহো, রিভাল্ডোরা ছিলেন সেই দলে। এ বার কাতারে ব্রাজিলের প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে ২০০২ চ্যাম্পিয়ন দলের অনেককেই। মাঠের বাইরে, তাঁরাও ষষ্ঠ তারার খোঁজে। (ছবি : টুইটার)

পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে সেমিফাইনালের লক্ষ্যে। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনাল্ডো, কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডিনহো, রিভাল্ডোরা ছিলেন সেই দলে। এ বার কাতারে ব্রাজিলের প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে ২০০২ চ্যাম্পিয়ন দলের অনেককেই। মাঠের বাইরে, তাঁরাও ষষ্ঠ তারার খোঁজে। (ছবি : টুইটার)

এর পরের বিশ্বকাপগুলি কেমন কেটেছে ব্রাজিলের? পরবর্তী চারটি বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছে ব্রাজিল। তবে ষষ্ঠ তারার খোঁজ মেলেনি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ০-১ হার। ফ্রান্সের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন থিয়েরি অঁরি। (ছবি : টুইটার)

এর পরের বিশ্বকাপগুলি কেমন কেটেছে ব্রাজিলের? পরবর্তী চারটি বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছে ব্রাজিল। তবে ষষ্ঠ তারার খোঁজ মেলেনি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ০-১ হার। ফ্রান্সের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন থিয়েরি অঁরি। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে এই পর্বেই দৌড় শেষ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ১-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে রবিনহোর গোলে এগিয়ে গেলেও, স্নেইডার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেন। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে এই পর্বেই দৌড় শেষ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ১-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে রবিনহোর গোলে এগিয়ে গেলেও, স্নেইডার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেন। (ছবি : টুইটার)

তার পরের বিশ্বকাপ অর্থাৎ ২০১৪ ছিল আরও ভয়ঙ্কর। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোয় ব্রাজিল। সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হারের লজ্জা বয়ে বেরাতে হচ্ছে আজও। (ছবি : টুইটার)

তার পরের বিশ্বকাপ অর্থাৎ ২০১৪ ছিল আরও ভয়ঙ্কর। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোয় ব্রাজিল। সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হারের লজ্জা বয়ে বেরাতে হচ্ছে আজও। (ছবি : টুইটার)

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'র কাছে হার এবং বিদায়। (ছবি : টুইটার)

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’র কাছে হার এবং বিদায়। (ছবি : টুইটার)

এ বারও অনবদ্য ছন্দে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। সামনে গত বারের রানার্স ক্রোয়েশিয়া। হেক্সার লক্ষ্যে কি বাকি ধাপগুলো পেরোতে পারবেন নেইমাররা? (ছবি : টুইটার)

এ বারও অনবদ্য ছন্দে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। সামনে গত বারের রানার্স ক্রোয়েশিয়া। হেক্সার লক্ষ্যে কি বাকি ধাপগুলো পেরোতে পারবেন নেইমাররা? (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply