লক্ষ্য হেক্সা। তার আগে তিনটে ধাপ। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে সেমিফাইনালের লক্ষ্যে। প্রতিপক্ষ শুধুই ক্রোয়েশিয়া নয়, তাদের পরিসংখ্যানও। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনাল্ডো নাজারিও টুর্নামেন্টে সর্বাধিক ৮ গোল করেছিলেন। কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডিনহো, রিভাল্ডোরাও ছিলেন সেই দলে। এ বার কাতার বিশ্বকাপের গ্যালারিতে ব্রাজিলের প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে ২০০২ চ্যাম্পিয়ন দলের অনেককেই। মাঠের বাইরে, তাঁরাও ষষ্ঠ তারার খোঁজে। তারপরের বিশ্বকাপ কেমন কেটেছে ব্রাজিলের?
Dec 09, 2022 | 10:00 AM
Most Read Stories