NED vs ARG Live Score: লিওনেল মেসি বনাম ডাচ ডিফেন্স, প্রথম একাদশে নেই ডি মারিয়া


  • 10 Dec 2022 12:11 AM (IST)

    বড় ম্যাচের জন্য প্রস্তুত!

    শেষ তিন সাক্ষাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করতে পারেনি আর্জেন্টিনা! কঠিন লড়াইয়ের প্রস্তুতিতে লিও মেসি…

  • 10 Dec 2022 12:09 AM (IST)

    শেষ মুহূর্তের প্রস্তুতি…

  • 09 Dec 2022 11:48 PM (IST)

    অরেঞ্জ আর্মির একাদশ

    আর্জেন্টিনার বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রথম একাদশ- নোপার্ট, আকে, ব্লিন্ড, ভ্যান ডাইক, টিম্বার, ড্য়ামফ্রাইস, ডি রুন, ফ্র্যাঙ্কি ডি অং, কোডি গাকপো, মেম্ফিস ডিপে, বরগইন

  • 09 Dec 2022 11:44 PM (IST)

    আর্জেন্টিনার প্রথম একাদশ…

    মেসির শেষ বিশ্বকাপ। ট্রফি জিততে আরও কয়েকটা ধাপ। শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ

  • 09 Dec 2022 11:39 PM (IST)

    মেসির অপেক্ষা…

    TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা হওয়ার সম্ভাবনা শেষ। কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার আর এক দেশ আর্জেন্টিনা নামছে সেমিফাইনালের লক্ষ্যে। ব্রাজিল সমর্থকদের হৃদয় ভেঙেছে। আর্জেন্টিনা কি পারবে নীল-সাদা সমর্থকদের আশা দেখা দেখাতে? নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন…।



  • Leave a Reply