ইতিহাসে চোখ মরক্কোর, বড় মঞ্চে এগনোর লক্ষ্য পর্তুগালের


MOROCCO vs PORTUGAL FIFA world Cup 2022: গর্বিত মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই বলছেন, ‘আমি জানি না, এই ম্যাচে রোনাল্ডো খেলবে কীনা, আমি আশা করব যাতে না খেলে। বিশ্বের অন্যতম সেরা রোনাল্ডো। ও না খেললেই আমি খুশি হব।’

Image Credit source: twitter

দোহা : কোনও ম্যাচ, কোনও প্রতিপক্ষ সহজ নয়। অন্তত বিশ্বকাপের মঞ্চে নকআউটে তো একেবারেই নয়। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে, ভুগতে হবে নিজেদেরই। স্পেন বনাম মরক্কো ম্যাচ থেকে এই শিক্ষা যে কেউ নিতে পারে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। অনবদ্য ছন্দে রয়েছে পর্তুগাল। রোনাল্ডো নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও দলের পারফরম্যান্সে সেই বিতর্ক কিছুটা হলেও চাপা পড়ছে। গত ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য জয়ে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। হ্যাটট্রিক করেছেন গন্সালো ব়্যামোস। লক্ষ্য সেমিফাইনালের টিকিট। মরক্কো বনাম পর্তুগাল ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গত ম্যাচে প্রথম একদশে রাখেননি। তাঁর জায়গায় শুরু থেকেই খেলা ব়্যামোস হ্যাটট্রিক করেছেন। রোনাল্ডো কি এই ম্যাচেও রিজার্ভবেঞ্চে? রোনাল্ডো কিংবা ম্যাচের বাইরে অন্য কিছু। কোনও বিতর্কেই যেতে রাজি নন পর্তুগাল কোচ। তাঁর একটাই লক্ষ্য, মরক্কো ম্যাচ। প্রতিপক্ষকে কতটা সমীহ করছেন, পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোসের কথাতেই পরিষ্কার। বার বার রোনাল্ডোকে নিয়ে প্রশ্নেও বিরক্ত। বলছেন, ‘কোনও পর্তুগিজ আমাদের খারাপ চায়, এটা আমি বিশ্বাস করি না। শুধু আজই নয়, যখনই কোনও সাংবাদিক সম্মেলনে থাকি, ৯০ শতাংশ প্রশ্ন ওকে (রোনাল্ডো) নিয়েই। আর কত! সকলকে নিয়েই দল। সকলে মিলে ভালো পারফরম্যান্স করেছে বলেই আমরা এই অবধি পৌঁছতে পেরেছি। আশা করি, টুর্নামেন্টে আরও এগোতে পারব। দলের বেশিরভাগেরই বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে।’ মরক্কো টিম ফেভারিট কীনা, সে সম্পর্কে মন্তব্যে নারাজ। তবে প্রতিপক্ষকে ফার্নান্দো স্যান্টোস কতটা সমীহ করছেন, তাঁর কথাতেই পরিষ্কার। কোচ বলছেন, ‘ওরা কতটা ফেভারিট বলতে পারব না। আমি শুধু এটুকু জানি, গ্রুপ পর্বে চারটি গোল করেছে এবং একটি মাত্র গোল খেয়েছে, সেটিও আত্মঘাতী। মরক্কো খুবই গোছানো দল। যারা ওদের ম্যাচ দেখেনি, তাদের বুঝতে সমস্যা হতে পারে।’

কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পেরে গর্বিত মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। তবে এখানেই থেমে যাওয়া লক্ষ্য নয়। নিজের দলের পারফরম্যান্সে গর্বিত, তেমনই বিশ্বাস করেন, টুর্নামেন্টে আরও এগোনোর ক্ষমতা রয়েছে। বলছেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি। এই ম্যাচের জন্য সকলেই উত্তেজনায় ফুটছে। আমাদের কাছে এই অবধি পৌঁছনো গর্বের। তবে লক্ষ্য থাকবে এই ম্যাচেও জেতার। আমি জানি না, এই ম্যাচে রোনাল্ডো খেলবে কীনা, আমি আশা করব যাতে না খেলে। বিশ্বের অন্যতম সেরা রোনাল্ডো। ও না খেললেই আমি খুশি হব।’ স্পেনকে হারিয়ে চমক দিয়েছে মরক্কো, এ বার কি পর্তুগাল? মরক্কো কোচ ওয়ালিদের প্রত্যাশা তেমনই।

Leave a Reply