পেনাল্টি মিসের খেসারত দিলেন কেনরা, মধুর বদলা নিয়ে শেষ চারে দাপুটে ফ্রান্স


ফ্রান্স: ২ (চমেনি, জিরু)
ইংল্যান্ড: ১ (কেন-পেনাল্টি)

দুলাল দে, দোহা: আক্রমণ, প্রতি আক্রমণ, আক্রমণ, আক্রমণ, আক্রমণ। না, ভুলবশত লেখা নয়। ফ্রান্স বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দল পরস্পরের ডেরায় ঠিক এভাবেই লাগাতার আক্রমণ চালাল। ক্রমাগত অগ্নিপরীক্ষা দিতে হল হুগো লরিস ও পিকফোর্ডকে। আর রুদ্ধশ্বাস লড়াই শেষে লেখা হল প্রতিশোধের নয়া ইতিহাস। বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার সাক্ষাৎ হল দুই দলের। এর আগে দুই সাক্ষাতেই থ্রি লায়ন্সের কাছে পরাস্ত হয়েছিল ফরাসিরা। এবার চাকা নিজেদের দিকে ঘুরিয়ে দাপট দেখাল গতবারের বিশ্বজয়ীরাই।

হ্যারি কেনদের বিরুদ্ধে কি শেষ আটের লড়াইয়ে নেই কিলিয়ান এমবাপে? তিনিও কি চোটের কবলে? তরুণ স্ট্রাইকারকে ছাড়াই কি দল সাজাবেন দেশঁ? প্র্যাকটিসে অনুপস্থিত থেকে এমনই সব প্রশ্ন তুলে দিয়েছিলেন এমবাপে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে সোনার বুটের দাবিদার শুরু থেকেই শুরু করলেন। শনিবাসরীয় রাতে গোল না করলেও সেমিফাইনালে পৌঁছে সোনার বুট জয়ের লড়াই জিইয়ে রাখলেন তিনি।

[আরও পড়ুন: মহানায়কের গৌরব নয়, কাঁটার মুকুটে বিশ্বকাপ থেকে বিষণ্ণ বিদায় রোনাল্ডোর]

চোটের জন্য বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বেঞ্জেমা, পোগবা, কান্তেরা। এসব আলোচনাকে অতীত করে অশ্বমেঘের ঘোড়ার মতো ছুটেছেন দিদিয়ের দেশঁর ছেলেরা। কী নেই, কাকে পাওয়া যাচ্ছে না, এসব হিসেব না করে প্রতিবার নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে মাঠে নেমেছেন এমবাপেরা। আর প্রতিবার আরও আরও শক্তিশালী ফরাসি বাহিনীর লড়াইয়ের সাক্ষী থেকেছে বিশ্ব। এদিনও সেই একই মেজাজে হ্যারি কেনদের বিরুদ্ধে ধরা দিলেন তারা। খেলার ১৮ মিনিটেই ব্রিটিশ ডিফেন্স চিড়ে গোলমুখ খুলতে সফল হন চমেনি। প্রতি আক্রমণ থেকে এমবাপে বল এগিয়ে দেন গ্রিজম্যানের দিকে। তাঁর বাড়ানো বল থেকেই দুর্দান্ত লং শটে বল জালে জড়ান চমেনি।

বিশ্বজুড়ে আজ ইউরোপীয় ফুটবলের দাপট। তাই কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, তা প্রত্যাশিতই। এদিন কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দলে কোনও বদল ঘটাননি দেশঁ। সাউথগেটও সেনেগালের বিরুদ্ধে খেলা দলের উইনিং কম্বিনেশন ভাঙেননি। গোল হজমের পরও একাধিকবার ফরাসি ডেরায় আক্রমণ করেন ইংলিশ স্ট্রাইকাররা। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা অভিজ্ঞ লরিসের (১৪৩) হাতে বাধা পায় কেনের নিশ্চিত শট। তবে খেলার ২৬ মিনিটে কেনকে ফাউল করা হলেও VAR কেন পেনাল্টি দিল না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টির দৌলতে ঘুরে যায় খেলার মোড়। ৫২ মিনিটে সাকাকে বক্সের ভিতর ফাউল করেন ফরাসি ফুটবলার। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেন। তবে জিরুর গোলে ফের পিছিয়ে পড়া ইংল্যান্ড ৮৩ মিনিটে আরও একটি পেনাল্টি উপহার পায় খেলায় সমতা ফেরাতে। কিন্তু তেকাঠির উপর দিয়ে শট মাঠে বাইরে পাঠিয়ে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক। আর সেই সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ব্রিটিশ বাহিনীর বিদায়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কেনদের লড়াই বহুদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। 

[আরও পড়ুন: ঈশান-বিরাটদের তাণ্ডবের পর বল হাতেও দাপট, শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে মানরক্ষা ভারতের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply