‘রোনাল্ডোকে একা থাকতে দিন’ আর্জি পর্তুগাল কোচের


Cristiano Ronaldo: পরিস্থিতি বুঝে পরিকল্পনা, এটাই ভাবনা পর্তুগাল শিবিরে। রোনাল্ডোর উপস্থিতিই প্রতিপক্ষকে চাপে রাখবে তা স্পষ্ট। মরক্কোর বিপক্ষে গন্সালো ব়্যামোস বাদ পড়ছেন নাকি স্যান্টোসের ট্রাম্পকার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জ্বলে উঠবেন তা বলবে সময়ই।

Image Credit source: twitter

দোহা: বিশ্বকাপ প্রায় শেষের পথে। কোয়ার্টার ফাইনাল পর্ব চলছে। এর মধ্যেই সরগরম কাতার। কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার আগেই চাপানউতোর বাড়ছে পর্তুগাল শিবিরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন পর্তুগাল কোচ। উঠে আসছে নানা গুঞ্জন। বিতর্কের তালিকা হচ্ছে পাহাড় প্রমাণ। কিন্তু কেন?

শেষ ষোলোর ম্যাচে জীবনের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচে সেই সাহসী সিদ্ধান্ত দেখেছে কাতার। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে রোনাল্ডোকে বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজান কোচ স্যান্টোস। অপর দিকে ম্যাচের প্রথম থেকেই মাঠে দেখা গিয়েছে গন্সালো ব়্যামোসকে। রোনাল্ডোর পরিবর্তেই প্রথম একাদশে সুযোগ পান। সুযোগ পুরো দমে কাজে লাগান। কাতার বিশ্বকাপে এখনও অবধি একমাত্র হ্যাটট্রিক ব়্যামোসের। ২০০৪ সালের ইউরো কাপে রাশিয়ার বিপক্ষে ম্যাচের পর কাতার বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের বিরূদ্ধে রোনাল্ডোকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করে পর্তুগাল।

সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১-এর জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে দেখা গিয়েছে সিআর সেভেনকে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এই দিনের ম্যাচের পর বিশ্বকাপ শিবির ছেড়ে দিতে চান। এই বিতর্ককে নাকচ করেন কোচ স্যান্টোস। গুঞ্জন এত জোড়ালো হয় যে পর্তুগাল ফুটবল ফেডারেশনকে বিবৃতি দিতে হয়। পুরো বিষয়টি গুজব বলেই দাবি। বিশ্বকাপ ছাড়ছেন না রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর প্রথম একাদশে থাকা নিয়ে স্যান্টোস বলেন,’এখনও কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। ওকে একা থাকতে দিন।’

পরিস্থিতি বুঝে পরিকল্পনা, এটাই ভাবনা পর্তুগাল শিবিরে। রোনাল্ডোর উপস্থিতিই প্রতিপক্ষকে চাপে রাখবে তা স্পষ্ট। মরক্কোর বিপক্ষে গন্সালো ব়্যামোস বাদ পড়ছেন নাকি স্যান্টোসের ট্রাম্পকার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জ্বলে উঠবেন তা বলবে সময়ই। শেষ আটে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো কোচ রোনাল্ডোর প্রতি শ্রদ্ধায় মন্তব্য করেছেন, রোনাল্ডো না খেললেই তিনি খুশে হবেন।

Leave a Reply