FIFA World Cup Match Report, Morocco vs Portugal: পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেল মরক্কো।
রোনাল্ডোর পর্তুগালের স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো
দোহা: হাড্ডাহাড্ডি লড়াই করে ইতিহাস গড়ল অ্যাটলাস লায়ন্সরা। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) কার্যতই অঘটনের। আল থুমামা স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Portugal) ও আফ্রিকান দেশ মরক্কো (Morocco)। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হেরে নেইমারের ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর, এ বার সিআর সেভেনের পর্তুগালের স্বপ্নভঙ্গ। ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মরক্কো। চলতি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনার পর তৃতীয় সেমিফাইনালিস্ট হল মরক্কো। নেইমারের পর রোনাল্ডোর বিশ্বকাপ যাত্রাও এ বারের মতো শেষ হল। ইউসুফ এনিসিরির একমাত্র গোলে রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস গড়ল আফ্রিকান দেশটি। স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর, শেষ আটে পর্তুগালকে হারিয়ে দারুণ চমক দেখাল আরবের দেশটি। তাই মরক্কোর এই অভূতপূর্ব উত্থানকে অঘটনের সঙ্গে তুলনা না করলেও চলে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেল মরক্কো। পড়ুন মরক্কো বনাম পর্তুগাল ম্যাচের রিপোর্ট TV9Bangla-য়।
শেষ ১৬-র ম্যাচে মরক্কোর স্পেনকে হারানোটা ফুটবল মহল অঘটন বলে ধরে নিয়েছিল। কিন্তু আজ পর্তুগালের বিরুদ্ধে মরক্কোর দুর্ভেদ্য রক্ষণ অন্য কথা বলছে। পর্তুগালের বিরুদ্ধে বার বার রক্ষণে ওঠার পাশাপাশি হাকিম জিয়েচরা আক্রমণেও উঠছিলেন। প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় মরক্কোকে এগিয়ে দেন ইউসুফ এনিসিরি। এর পর শত চেষ্টা করেও মরক্কোর জালে বল জড়াতে পারেননি সিআর সেভেনরা। ম্যাচের শুরুর দিকে আক্রমণে বেশি উঠছিল পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকে সিআর সেভেনকে খেলাননি পর্তুগাল কোচ। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর, ৫১ মিনিটের মাথায় রুবেন নেভাসের পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো উইং প্লেতে শুরুতে ঝড় তুললেও গোলের মুখ খুলতে পারেনি পর্তুগাল। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও, মরক্কো গোলকিপার বোনোর দুর্ভেদ্য গোলকিপিংয়ের কাছে স্বপ্ন শেষ হয় পর্তুগালের।
মরক্কো ১ (ইউসুফ এনিসিরি ৪২’) : পর্তুগাল ০
MOROCCO ARE HEADING TO THE SEMI-FINALS! ??@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৯৩ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মরক্কোর ছেদ্দিরা। পরপর দুটি হলুদ কার্ড দেখার ফলে, অবশেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ছেদ্দিরা। শেষ বেলায় ১০ জনের মরক্কোর বিরুদ্ধেও কোনও গোল দিতে পারেনি পর্তুগাল। তা হলে কোয়ার্টার ফাইনালে হয়ে যাওয়া ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের মতো টাইব্রেকারে যেত। শেষ ৫ মিনিট ১০ জন ফুটবলার নিয়ে পর্তুগালের বিরুদ্ধে লড়াই করে মরক্কো। অবশেষে ম্যাচ জিতে ইতিহাস গড়ল মরক্কো, প্রথমবার বিশ্বকাপের শেষ চারে আফ্রিকার দলটি। নিজের শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ হল রোনাল্ডোর।