FIFA World Cup 2022: উত্তেজক ম্যাচে উত্তেজনা ছড়ালেন দুই ফুটবলার! জানেন কারা?


কোয়ার্টার-ফাইনালের সংঘর্ষ ছিল নাটকে ভরা। পুরো খেলা জুড়ে অসংখ্যবার দুই দলের ফুটবলাররা সংঘর্ষে লিপ্ত হন। খেলার শেষ মুহূর্তে স্কোরে সমতা আনতে হল্যান্ডের ওয়েগহস্ট দেরিতে জোড়া গোল করলেও আর্জেন্টিনা দুই গোলের লিড নিয়েছিল।

অবসরপ্রাপ্ত আর্জেন্টাইন ফুটবলার সর্গিও আগুয়েরো

Image Credit source: Twitter

দোহা: কাতার বিশ্বকাপে(FIFA World Cup) আর্জেন্টিনা(Argentina) ও নেদারল্যান্ডসের(Netherlands) হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে চাপানউতোর চলছিলই। প্রতি মুহূর্তে মাঠেও নাটকীয় মোড় নেয় এই ম্যাচ। তবে কাতার বিশ্বকাপের চরিত্রে বারবার বদল এনেছে বিতর্ক। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের হারের পর বিতর্কের তালিকায় নতুন সংযোজন হয়েছে প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলারের নাম। কী সেই বিতর্ক?

আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস পরাজিত হওয়ার পর সংঘর্ষে লিপ্ত হন অবসরপ্রাপ্ত আর্জেন্টাইন ফুটবলার সর্গিও আগুয়েরো ও নেদারল্যান্ডসের স্ট্রাইকার ওয়েগহস্ট। পুরো ম্যাচ জুড়েই ছিল নাটকীয়তা। সেমিফাইনালে জায়গা নিতে নেদারল্যান্ডসের হয়ে ২ গোল করেন ওয়েগহস্ট। এই ম্যাচের শুরুতেই আগুয়েরো নেদারল্যান্ডসকে উপহাস করে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অতিরিক্ত সময়ে ২-২ হওয়ার পর ওয়েগহস্টকে উত্যক্ত করতে থাকেন আগুয়েরো। এতেই বিচলিত হন ওয়েগহস্ট। এরপরই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এই দুই ফুটবলার।

সম্ভবত কোনও আর্জেন্টাইন ফুটবলার কিংবা ম্যাচ অফিসিয়ালের মদতেই এই কাজ করেন আগুয়েরো, এমনটাই বলছেন ওয়েগহস্ট। যদিও আর্জেন্টাইন জুটি লিসান্দ্রো মার্টিনেজ এবং লাউতারো মার্টিনেজে এই ঘটনা ছড়িয়ে দেওয়ারপরিকল্পনা করে। এমনকি সংঘর্ষের পরেও নেদারল্যান্ডসকে উপহাস করে টুইটারে স্ট্রিং পোস্ট করেন আগুয়েরো।

কোয়ার্টার-ফাইনালের সংঘর্ষ ছিল নাটকে ভরা। পুরো খেলা জুড়ে অসংখ্যবার দুই দলের ফুটবলাররা সংঘর্ষে লিপ্ত হন। খেলার শেষ মুহূর্তে স্কোরে সমতা আনতে হল্যান্ডের ওয়েগহস্ট দেরিতে জোড়া গোল করলেও আর্জেন্টিনা দুই গোলের লিড নিয়েছিল। এই সময়ে, খেলাটি রেফারির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাঠে বেশ বাগযুদ্ধও শুরু হয়। ভার্জিল ভ্যান ডাইক এবং স্টিভেন বেগুইস লুই ভ্যান গলের পক্ষে পেনাল্টি মিস করায় কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস।

Leave a Reply