FIFA World Cup 2022: কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারও কান্নায় ভেঙে পড়েন। নেইমার এই হারটি একদমই মেনে নিতে পারছিলেন না, তা দেখেই বোঝা যাচ্ছিল। এত কিছুর পরও একটি বিতর্ক থেকে যাচ্ছে, নেইমার কেন টাইব্রেকারে প্রথম কিকটা নিলেন না।
Image Credit source: twitter
দোহা : শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে তাঁদের সেমিফাইনালের টিকিট পাকা করে নিয়েছে ক্রোয়েশিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থকরা কান্নায় ভেঙে পড়ে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এ বার ষষ্ঠবার বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে কাতারে এসেছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারও কান্নায় ভেঙে পড়েন। নেইমার এই হারটি একদমই মেনে নিতে পারছিলেন না, তা দেখেই বোঝা যাচ্ছিল। এত কিছুর পরও একটি বিতর্ক থেকে যাচ্ছে, নেইমার কেন টাইব্রেকারে প্রথম কিকটা নিলেন না। ব্রাজিলের হেরে যাওয়া পর কোচ তিতে তাঁর ব্রাজিলিয়ান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নেইমার এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর অনেকেই ভেবেছিলেন, তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। সে রাতটা আর ঘুমোতে পারেননি নেইমার। গোটা রাত কেঁদে কাটিয়েছিলেন। কিন্তু শেষ ১৬-র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামেন। গোলও করেন। কোয়ার্টার ফাইনাল তিনি একমাত্র গোল পেলেও ম্যাচটি জিততে পারেননি নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমার সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, “আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি। আমাকে পরের বিশ্বকাপে খেলতে দেখা যাবে কিনা, এই নিয়ে আমি ১০০ শতাংশ কিছু ভাবিনি। আমাকে একটু সময় দিতে হবে। আমি ঠিক জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলার পরিস্থিতিতে নেই।”
বিশ্ব ফুটবল সম্রাট পেলে ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন ব্রাজিলের সাও পাওলোর হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে তিনি নেইমারের উদ্দেশে যে টুইট করেন, তাতে লেখেন, “আমি রেকর্ড করেছি প্রায় ৫০ বছর আগে। এখনও কোনও ব্রাজিলিয়ান খেলোয়াড় আমরা রেকর্ডের ধারেকাছে পৌঁছতে পারেনি। একমাত্র নেইমারই আমরা রেকর্ড ছুঁয়েছে। আমি নেইমারকে অনেক কাছ থেকে দেখেছি। ওর খেলাও আমরা বেশ পছন্দ হয়েছিল। আমি জানতাম, একমাত্র নেইমারই পারবে আমরা রেকর্ডটা ভাঙতে। নেইমারের জন্য অবশ্যই খারাপ লাগছে। আমি চাই নেইমার আর একটা বিশ্বকাপ খেলুক। নেইমারের আরও অনেক কিছু বাকি প্রমাণ করার আছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে ব্রাজিল, আমি ভাবিনি। এইবার আমদের দলটা বেশ শক্তিশালী ছিল।”