Qatar 2022: ভবিষ্যদ্বাণী এমনও ছিল যে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। বলেছিলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও ফুটবল প্রেমীদের মন জয় করা খেলা খেলবে। সুতরাং, কাকতলীয় হলেও, ভিদান্তির অনেক ভবিষ্যদ্বাণীই মিলেছে। তাহলে কি স্পেনের ক্ষেত্রে…!
Image Credit source: twitter
মাদ্রিদ : মঙ্গলবার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় স্পেন। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে জেতে মরক্কো। টাইব্রেকারে স্পেনের প্রথম তিনটি শটই সেভ করেন মরক্কো গোলরক্ষ বোনো। ৩-০ ব্যবধানে পেনাল্টি হেরে যায় বিদায় নেয় স্পেন। স্প্যানিশ দল হারের পর দেশে ফিরেছে, কোচ লুই এনরিকে বরখাস্ত হয়েছেন, নতুন কোচ হিসেবে লুই দে লা ফুয়েন্তের নাম ঘোষণা হয়েছে। এরই মাঝে দাবি উঠল, স্পেনের হারের পেছনে কারণ নাকি শাকিরার অভিশাপ! এমনই মন্তব্য করলেন ট্যারো কার্ড রিডার মোনি ভিদান্তে। তাঁর টেলিভিশন শো তে পপ সিঙ্গার শাকিরাকে নিয়ে এমন চাঞ্চল্য়কর দাবি তুলেছেন। বিস্তারিত TV9Bangla-য়।
কয়েকটা বছর পিছনে যাওয়া যাক। ২০১০ সাল। সে বার বিশ্বকাপের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। ফিফার অফিসিয়াল সং গেয়েছিলেন শাকিরা। ওয়াকা ওয়াকা এখনও সুপার হিট। সেই গানেই একটা লাইন ছিল ‘দিস টাইম ফর আফ্রিকা’। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার কথাই যে থিম সংয়ে বলা ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। এরপরই শাকিরার টুইট, ‘দিস টাইম ফর আফ্রিকা’।
ট্যারো কার্ড রিডার মোনি ভিদান্তে সবাইকে অবাক করে স্পেনের বিদায়ের কারণ হিসেবে বলেন, “যেটা সম্পূর্ণভাবে কাজ করেছে সেটা হল শাকিরার অভিশাপ। স্প্যানিশ টিমকে অভিশাপ দেওয়া হয়েছিল।” ভিদান্তে যিনি কাতার বিশ্বকাপ নিয়ে আগেও আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন, শাকিরাকে লক্ষ্য করে আরও বলেছেন, “ওরা যাতে ভালো না খেলতে পারে তার জন্য যে রিচুয়ালটা করার জন্য তুমি আমাকে পয়সা দিয়েছিলে সেটা কাজ করেছে “। ভিদান্তে তাঁর টেলিভিশন শো-তে এমন মন্তব্য করায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ভিন্ন ফ্যানদের ভিন্ন প্রতিক্রিয়া আসছে শাকিরার সম্পর্কে।
কে এই মোনি ভিদান্তে? কিউবান এই জ্যোতিষী বা ট্যারো কার্ড রিডার ২০২২ এর অগস্টে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে দীর্ঘ ৯ বছর ধরে! পৃথিবীর শেষ হতে চলেছে। তিনি কাতার বিশ্বকাপ নিয়ে আগেও ভবিষ্যদ্বাণী করেছেন। মিলে গেছে তাঁর কথা হরফে হরফে। তিনি বলেছিলেন যে মেক্সিকান ন্যাশনাল টিম বিশ্বকাপ থেকে বিদায় নেবে গ্রুপ স্টেজেই। রাইন্ড অব সিক্সটিনের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি তারা। মেক্সিকোর কোচ জেরার্ডো টাটা মার্টিনো তাঁর পদ ছেড়েছেন দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই। তাঁর ভবিষ্যদ্বাণী এমনও ছিল যে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। বলেছিলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও ফুটবল প্রেমীদের মন জয় করা খেলা খেলবে। সুতরাং, কাকতলীয় হলেও, ভিদান্তির অনেক ভবিষ্যদ্বাণীই মিলেছে। তাহলে কি স্পেনের ক্ষেত্রে…!