ওয়াহলের ভাই এরিকের দাবি, সম্পূর্ণ সুস্থই ছিলেন তাঁর ভাই গ্র্যান্ট। তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচে রেনবো শার্ট পরতে দেখা গিয়েছিল গ্র্যান্টকে। সেই কারণেই খুন করা হয় তাঁকে, এমনটাই দাবি তাঁর ভাই এরিকের।
Dec 11, 2022 | 2:59 PM
Most Read Stories