FIFA World Cup 2022: জয়ের পর ফ্রান্স ড্রেসিং রুমের চিত্রটা কেমন ছিল?



খুশির আনন্দ যেন বাঁধ মানছে না শেষ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টেবিলের উপর উঠেই চলছে উদযাপন। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজের টুইটার পেজে পোস্ট করে উদযাপনের এই সব মুহূর্তের ছবি।


Dec 11, 2022 | 9:57 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Dec 11, 2022 | 9:57 AM




ইংল্যান্ডের হারিয়ে শেষ চারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জয়ের পর আনন্দ উচ্ছাসে মেতে উঠলেন হুগো লরিস বাহিনী। ছবি: টুইটার

ইংল্যান্ডের হারিয়ে শেষ চারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জয়ের পর আনন্দ উচ্ছাসে মেতে উঠলেন হুগো লরিস বাহিনী। ছবি: টুইটার

 ড্রেসিংরুমের মধ্যেই শুরু উদ্দাম নৃত্য। গ্রিজম্যান তো হাতেই তুলে নিলেন মস্ত একখানা সাউন্ড সিস্টেম। ছবি: টুইটার

ড্রেসিংরুমের মধ্যেই শুরু উদ্দাম নৃত্য। গ্রিজম্যান তো হাতেই তুলে নিলেন মস্ত একখানা সাউন্ড সিস্টেম। ছবি: টুইটার

খুশির আনন্দ যেন বাঁধ মানছে না শেষ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টেবিলের উপর উঠেই চলছে উদযাপন। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজের টুইটার পেজে পোস্ট করে উদযাপনের এই সব মুহূর্তের ছবি। ছবি: টুইটার

খুশির আনন্দ যেন বাঁধ মানছে না শেষ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টেবিলের উপর উঠেই চলছে উদযাপন। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজের টুইটার পেজে পোস্ট করে উদযাপনের এই সব মুহূর্তের ছবি। ছবি: টুইটার

ক্যাপশনে লেখা ছিল, আমরা বাড়ি ফিরতে চাই না, আমরা এখানেই ভাল আছি।  ছবি: টুইটার

ক্যাপশনে লেখা ছিল, আমরা বাড়ি ফিরতে চাই না, আমরা এখানেই ভাল আছি। ছবি: টুইটার

ক্যামেরা নিজের দিকে তাক করে উদযাপনের মূহুর্তকে ক্যামেরাবন্দি করলেন দিদিয়ের দেঁশর আর এক শিষ্য ভারানে। ছবি: টুইটার

ক্যামেরা নিজের দিকে তাক করে উদযাপনের মূহুর্তকে ক্যামেরাবন্দি করলেন দিদিয়ের দেঁশর আর এক শিষ্য ভারানে। ছবি: টুইটার

শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে জয়ের নায়ক অলিভিয়ের জিরোকে ঘিরে ধরলেন সতীর্থরা। এক গাল হাসি সকলের মুখেই। ছবি: টুই

শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে জয়ের নায়ক অলিভিয়ের জিরোকে ঘিরে ধরলেন সতীর্থরা। এক গাল হাসি সকলের মুখেই। ছবি: টুই






Most Read Stories


Leave a Reply