FIFA World Cup 2022: টেনশনে কাঁপছেন মেসির মা!


এরপর কোন ম্যাচে আর এই টেনশন তিনি সহ্য করতে পারবেন না সাফ জানিয়ে দেন সে কথাও। সিলেয়ার কথায়, ম্যাচ চলাকালীন ভয়ে, চিন্তায় বাচ্চারা অবধি কেঁদে ফেলে।


Dec 11, 2022 | 7:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Dec 11, 2022 | 7:00 AM




ছেলের শেষ বিশ্বকাপ। এমন একটা মুহূর্ত মিস করতে চাননি মেসির মা। পরিবারের অন্যান্যদের সঙ্গে কাতারে রয়েছেন মেসির মা সেলিয়া কুকিত্তিনি। ছবি: টুইটার

ছেলের শেষ বিশ্বকাপ। এমন একটা মুহূর্ত মিস করতে চাননি মেসির মা। পরিবারের অন্যান্যদের সঙ্গে কাতারে রয়েছেন মেসির মা সেলিয়া কুকিত্তিনি। ছবি: টুইটার

শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সপরিবারের লুসেইল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিয়েলা। ছবি: টুইটার

শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সপরিবারের লুসেইল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিয়েলা। ছবি: টুইটার

ম্যাচ পেনাল্টি শুটআউট অবধি গড়ালে আর টেনশন সহ্য করতে পারছিলেন না তিনি। ছবি: টুইটার

ম্যাচ পেনাল্টি শুটআউট অবধি গড়ালে আর টেনশন সহ্য করতে পারছিলেন না তিনি। ছবি: টুইটার

ম্যাচের পরে তো বলেই ফেললেন, এই পেনাল্টি শুটআউটের টেনশনে মরে যাওয়ার জোগাড় হয়েছিল তাঁর! ছবি: টুইটার

ম্যাচের পরে তো বলেই ফেললেন, এই পেনাল্টি শুটআউটের টেনশনে মরে যাওয়ার জোগাড় হয়েছিল তাঁর! ছবি: টুইটার

এরপর কোনও ম্যাচে আর এই টেনশন তিনি সহ্য করতে পারবেন না সাফ জানিয়ে দেন সে কথাও। সিলেয়ার কথায়, ম্যাচ চলাকালীন ভয়ে, চিন্তায় বাচ্চারা অবধি কেঁদে ফেলে। ছবি: টুইটার

এরপর কোনও ম্যাচে আর এই টেনশন তিনি সহ্য করতে পারবেন না সাফ জানিয়ে দেন সে কথাও। সিলেয়ার কথায়, ম্যাচ চলাকালীন ভয়ে, চিন্তায় বাচ্চারা অবধি কেঁদে ফেলে। ছবি: টুইটার

ভগবানের ওপর বিশ্বাস রাখছেন সিলেয়া। বললেন, 'ভগবানই আমাদের আগামীর পথ দেখাবেন।' প্রত্যাশা করছেন, ছেলের হাতেই ট্রফি উঠবে। ছবি: টুইটার

ভগবানের ওপর বিশ্বাস রাখছেন সিলেয়া। বললেন, ‘ভগবানই আমাদের আগামীর পথ দেখাবেন।’ প্রত্যাশা করছেন, ছেলের হাতেই ট্রফি উঠবে। ছবি: টুইটার






Most Read Stories


Leave a Reply