এ বারের ফিফা বিশ্বকাপে প্রত্য়াকটি ম্য়াচই অপ্রত্য়াশিত ফল হচ্ছে। এই বিশ্বকাপে আগে থেকে খেলার কী ফল হবে, বলা কঠিন। খেলা শেষ না হওয়া পর্যন্ত কোন দল জিতবে, বলা মুশকিল।
বিশ্বকাপের ফাইনালে কোন দল যাবে, ভবিষ্য়দ্বাণী ট্য়ারো কার্ডের!
দোহা: শেষ লগ্নে এসে গিয়েছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। লিওনেল মেসি (Lionel Messi) কেরিয়ারের শেষ বিশ্বকাপ সেমিফাইনালে নামবেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনার (Argentina) ফাইনালের রাস্তা পাকা করতে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং পর্তুগালের মতো দুটি বড় দল ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। এ বারের ফিফা বিশ্বকাপে প্রত্য়াকটি ম্য়াচই অপ্রত্য়াশিত ফল হচ্ছে। এই বিশ্বকাপে আগে থেকে খেলার কী ফল হবে, বলা কঠিন। খেলা শেষ না হওয়া পর্যন্ত কোন দল জিতবে, বলা মুশকিল। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেসিদের লড়াইটা সহজ হবে না। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্য়াম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিতে পা দিয়েছেন লুকা মদ্রিচরা। আগের ম্য়াচে অসংখ্য হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেমিফাইনাল ম্য়াচে মেসিদের বেশ সর্তক ভাবে খেলতে হবে। আর একটা হলুদ কার্ড দেখলে ফাইনাল ম্য়াচ ছিটকে যাবেন টিমের গুরুত্বপূর্ণ ফুটবলাররা। এ সব অঙ্ক নিয়ে যখন ভাবনা-চিন্তা চলছে, তখন এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কোন টিম জিতবে, তার আগাম ভবিষ্যদ্বাণী শোনা গেল। সেই তথ্য তুলে ধরল TV9Bangla।
ট্য়ারো কার্ডের একটি কার্ড “নাইন অফ ওয়ান্ডস” বলছে, সেমিফাইনাল ম্য়াচে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি। ট্য়ারো কার্ডের ভবিষ্য়দ্বানীতে মেসিদের বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। মেসি এই ম্য়াচে গোলও পেতে পারেন, তাও উল্লেখ করেছে। যা নিশ্চিত ভাবেই মাঠে নেমে পড়ার আগে মেসি-ভক্তদের খুশি করবে। ট্যারো কার্ডের কথা ধরেইই বলা যেতে পারে, ক্রোয়েশিয়া ম্য়াচে কিছুটা হলেও আর্জেন্টাইন সমর্থকদের পক্ষে রয়েছে ট্য়ারো কার্ডের ভবিষ্য়দ্বানী। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে মেসিরা কোনও ভাবেই হালকা নিচ্ছেন না। ট্য়ারো কার্ড অনুসারে, মদ্রিচরা বেশ চাপে থাকবেন। ক্রোট সমর্থকদের বিশ্বাস, আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁদের টিম ম্য়াচ জিতেই মাঠ ছাড়বে।
বুধবার আর একটি সেমিফাইনাল ম্য়াচ আছে। মরক্কো মুখোমুখি হবে গতবারের বিশ্বকাপ চ্য়াম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে। পর্তুগালকে হারিয়ে মরক্কো সেমিফাইনালে পৌঁছেছে। মরক্কোর কপালে “টেম্পারেন্স কার্ড” এবং “ডেথ কার্ড” পড়েছে। এর অর্থ হল, বিশ্বকাপে সেমিফাইনালেই হাকিমিরা শেষ ম্য়াচ খেলতে নামবেন। যে দুটি কার্ড মরক্কোর ভবিষ্য়দ্বানী করেছে, তা ধরলে সেমিফাইনাল থেকে বিদায় নিতে পারে এই দল। অন্য় দিকে, ফ্রান্স পেয়েছে “থ্রি অফ ওয়ান্ডস”। কার্ডের ভবিষ্য়দ্বানী কি মাঠে দেখা যাবে, সময় ঠিক বলে দেবে। তবে, ট্য়ারো কার্ড অনুসারে ফান্সের সেমিফাইনালে জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি এই অনুসারে খেলা হয়, তাহলে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখে নামবে ফ্রান্স।