ভালো আছেন পেলে, স্বস্তি ব্রাজিল শিবিরে


ব্রাজিলের জার্সিতে ৬ টি তারা দেখার আশায় ছিলেন পলে। হাসপাতালের বিছানায় শুয়েই খবর রেখেছেন বিশ্বকাপের। প্রতিক্রিয়াও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ভালো আছেন পেলে, স্বস্তি ব্রাজিল শিবিরে

Image Credit source: Twitter

দোহা: বিশ্বকাপের (FIFA World Cup 2022) মধ্যেই ব্রাজিল শিবিরে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। দেশের কিংবদন্তি পেলের (Pele) অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে ওঠে ফুটবলবিশ্ব। গত ২৯ নভেম্বর শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে সাও পাওলোর (Sao Paulo) এক হাসপাতালে ভর্তি হন তিনি। ক্রমে অবনতি হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার। কিন্তু সাও পাওলোর হাসপাতাল সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। কী বলছেন তাঁর চিকিৎসক তুলে ধরল TV9 Bangla

বেশ কয়েক বছর ধরে কোলন ক্যানসারে ভুগছেন ৮২ বছরের পেলে। রুটিন চিকিৎসার জন্য হাসপাতালে আসা যাওয়া লেগেই থাকে তাঁর। তবে এ বার বিশ্বকাপের মাঝেই শ্বাসযন্ত্র জনিত সমস্যার কারণে ফের হাসপাতালে যেতে হয় তাঁকে। শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছিলেন তিনি। ধীরে ধীরে তাঁর শারীরিক সমস্যার অবনতি হতে থাকে। তবে সাও পাওলোর যে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, সেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই এ বার এল কিছুটা স্বস্তির খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। তাঁর চিকিৎসক অ্যালবার্ট আইনস্টাইন জানিয়েছেন, সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে সেই সম্পর্কে নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না।

বিশ্বকাপ নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে ৬ টি তারা দেখার আশায় ছিলেন পেলে। হাসপাতালের বিছানায় শুয়েই খবর রেখেছেন বিশ্বকাপের। প্রতিক্রিয়াও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ব্রাজিল টিম এবং সমর্থকদের মাঠের মধ্যেই তাঁর আরোগ্য কামনা করতে দেখা যায়। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে পেলের সুস্থতার খবরে কিছুটা স্বস্তির ছায়া ব্রাজিল শিবিরে। পেলের কন্যা কেলি নাসসিমেন্টো সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা গিয়েছে কেলি তাঁর বাবার হাত ধরে রয়েছেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমি এসে গিয়েছি।’ কিছুদিন আগে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল,ক্যানসারের চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। তবে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পেলের কন্যা ফ্লাভিয়া ও কেলি।

এই খবরটিও পড়ুন



Leave a Reply