Wayne Rooney: মেসি সাতবার জিতেছেন ব্যালন ডি’অর। রোনাল্ডো পাঁচবার। তবে ব্যালন ডি’অরের সংখ্যা দিয়ে কেউই মেসি-রোনাল্ডোকে বিচার করেননি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন প্লেয়ার ওয়েন রুনি কিন্তু এ বার বেছে নিলেন এঁদের একজনকে। তাঁর কাছে কে সর্বকালের সেরা?
Image Credit source: twitter
দোহা : কাতার বিশ্বকাপ শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। লুসেইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে মেসির দল আর্জেন্টিনা। সারা বিশ্ব এখন বুঁদ হয়ে রয়েছে মেসি-ম্যাজিকে। এটাই কেরিয়ারের শেষ বিশ্বকাপ লিওনেল মেসির। পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও খেলেছেন তাঁর শেষ বিশ্বকাপ। যদিও শুরুটা চমৎকার করলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল টপকাতে পারেনি সিআর সেভেনের টিম। বিশ্বকাপের শুরু থেকে যে প্রশ্নের উত্তর খুঁজছিল ফুটবল বিশ্ব, তা এখনও রয়েছে চর্চায়। কে এগিয়ে, মেসি না রোনাল্ডো? গত একটা দশক ধরে এই দুই ফুটবলারই শাসন করেছেন বিশ্ব ফুটবল। ক্লাব হোক আর দেশের হয়ে, মেসি ও রোনাল্ডো দারুণ সফল। বিশ্ব ফুটবল দুই তারকাকে মোহিত থাকলেও তাঁদের ভক্তরা নিজেদের তারকাদের এগিয়ে রেখেছেন বরাবর। কিন্তু বিশেষজ্ঞমহল এ নিয়ে কখনও স্পষ্ট ছবি তুলে ধরেনি। এ বার কী বলছেন তাঁরা? তুলে ধরল TV9 Bangla।
মেসি সাতবার জিতেছেন ব্যালন ডি’অর। রোনাল্ডো পাঁচবার। তবে ব্যালন ডি’অরের সংখ্যা দিয়ে কেউই মেসি-রোনাল্ডোকে বিচার করেননি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন প্লেয়ার ওয়েন রুনি কিন্তু এ বার বেছে নিলেন এঁদের একজনকে। তাঁর কাছে কে সর্বকালের সেরা? এই বিতর্কে লিওনেল মেসির পক্ষ নিয়েছেন তিনি। মেসির বয়স ৩৫। রোনাল্ডোর ৩৭। এই বিশ্বকাপের দিকে তাকালে কিন্তু স্পষ্ট, রোনাল্ডোর থেকে এগিয়েই রয়েছেন মেসি। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেখান থেকে টিমকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন মেসি। যেমন নিজে ভালো খেলেছেন, তেমনই আর্জেন্টিনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অন্য দিকে রোনাল্ডো আবার জেরবার হয়েছে বিতর্কে। টিম থেকে পড়েছেন বাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে সিআর সেভেনকে প্রথম একাদশে জায়গা দেননি কোচ স্যান্টোস। সব মিলিয়ে রুনি কী বলছেন?
কিছু দিন আগে রুনি একটা টুইটে লিখেছিলেন, ‘অবিশ্বাস্য ফুটবল খেলছে। আশ্চর্য! আমি তো বলব, ওই সর্বকালের সেরা।’ মেসি তাঁর টিমকে ফাইনালে তোলার পর রুনি সেই পুরনো টুইট মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘কোনও কিছুই বদলায়নি।’ যার অর্থ হল, এর আগে রোনাল্ডোকে যেমন হিসেবে রাখেননি, এ বারও রাখছেন না। রুনির কাছে মেসিই সেরা। রোনাল্ডোর থেকে এগিয়ে।