২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জয়ের কারিগর কে ছিলেন, জানেন?


সেই পুরানো গ্রিজম্যানের জাদু অব্যাহত কাতারেও। নতুনদের ভিড়েও হারিয়ে যায়নি গ্রিজম্যান ম্যাজিক, নিজেই বারবার প্রমাণ করে দিচ্ছেন তা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জয়ের কারিগর কে জানেন?

Image Credit source: Twitter

দোহা: আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বজয়ী ফ্রান্স (France) ও মরক্কো। ফ্রান্সকে এত দূর এগিয়ে নিয়ে আসার পিছনে যাঁদের অবদান প্রশংসনীয় তাঁদের মধ্যে প্রথম দিকেই রয়েছে আঁতোয়া গ্রিজম্যানের নাম। কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), অলিভিয়ের জিরো ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের অধিকারী হলেও, তাঁদের ক্রমাগত সাহায্য করে গিয়েছেন ৩১ বছরের এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে জেতানোর কারিগর কিন্তু তিনিই। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল করতে না পারলেও, গোল করাতে সমান তালে সুযোগ তৈরি করে দিয়েছেন গ্রিজম্যান। জেনে নিন ঝলমলে গ্রিজম্যানের কিছু তথ্য TV9Bangla-য়।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জয়ের নেপথ্য নায়ক কিন্তিু গ্রিজম্যান। দেশর জার্সিতে রাশিয়া বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা ৪। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত গোলের খাতা না খুলতে না পারলেও, দক্ষতার সঙ্গে সামলে যাচ্ছেন মাঝ মাঠ। পল পোগবা এবং এনগলো কন্তে না থাকায় মাঝমাঠের দায়িত্বটা এখন তাঁর কাঁধেই। ৩১ বছরের গ্রিজম্যানকে বরাবর আক্রমণ ভাগেই দেখা গিয়েছে। তবে কাতার বিশ্বকাপে তাঁকে বিভিন্ন পজিশনে খেলাচ্ছেন ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। নতুন দায়িত্বেও নিজের ধারা বজায় রাখছেন তিনি। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট (৩) তাঁর। তাঁকে নতুন দায়িত্ব দিয়েও যথেষ্ট আশাবাদী ছিলেন কোচ। তিনি জানতেন গ্রিজম্যানের পায়ে বল থাকলে আর পজিশন নিয়ে মাথা ঘামাতে হয় না। কারণ তিনি জানেন, কিছু একটা গ্রিজম্যান করে দেখাবেনই।

এই খবরটিও পড়ুন



সেই পুরনো গ্রিজম্যানের ম্যাজিক অব্যাহত কাতারেও। গোল না করতে পারলেও জিতে নিচ্ছেন ভক্তদের মন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে সিলভার বুট পেয়েছিলেন তিনি। ২০১৬ ইউরোতে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। খোদ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও তাঁর প্রশংসা করতে ভোলেননি। মাঠের সব পজিশনেই অবাধ বিচরণ তাঁর। নতুন জায়গায় কেমন লাগছে এই বিষয়ে জানতে চাওয়া হলে ৩১ বছরের ফরাসি সুপারস্টার জানান, ভালোই লাগছে তাঁর। তিনি আরও বলেন, “দল যখন রক্ষণে থাকে তখন আমি দলকে সাহায্য় করি। এবং আক্রমণে গেলে যতটা সম্ভব বল এগিয়ে দেওয়ার চেষ্টা করি। দল যেভাবে চায়, সেভাবেই এগিয়ে দিচ্ছি।” নতুনদের ভিড়েও হারিয়ে যায়নি গ্রিজম্যান ম্যাজিক, নিজেই বারবার প্রমাণ করে দিচ্ছেন তা।

Leave a Reply