Wissal Titah: ভারতে বিশ্বকাপ খেলেছেন, কাতারে ইতিহাস গড়ার অপেক্ষায় মরোক্কান গোলকিপার


Morocco: প্রতিটি মরক্কোবাসীর মতো জাতীয় দল নিয়ে গর্বিত সেদেশের মহিলা ফুটবলার উইসেল তিতাহ। মরক্কোর অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দলের গোলকিপার তিতাহ।


Dec 14, 2022 | 7:30 AM

| Edited By: Tithimala Maji

Dec 14, 2022 | 7:30 AM




ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল!স্বপ্ন না সত্যি তা বুঝতে নিজেদের চিমটি কেটে দেখছেন মরক্কোর ফুটবলাররা। বুধবার ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। ফরাসি বাধা অতিক্রম করলেই বিশ্বকাপের ফাইনালে পা রাখবে আফ্রিকান দলটি। (ছবি:ইনস্টাগ্রাম)

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল!স্বপ্ন না সত্যি তা বুঝতে নিজেদের চিমটি কেটে দেখছেন মরক্কোর ফুটবলাররা। বুধবার ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। ফরাসি বাধা অতিক্রম করলেই বিশ্বকাপের ফাইনালে পা রাখবে আফ্রিকান দলটি। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিটি মরক্কোবাসীর মতো জাতীয় দল নিয়ে গর্বিত সেদেশের মহিলা ফুটবলার উইসেল তিতাহ। মরক্কোর অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দলের গোলকিপার তিতাহ।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রতিটি মরক্কোবাসীর মতো জাতীয় দল নিয়ে গর্বিত সেদেশের মহিলা ফুটবলার উইসেল তিতাহ। মরক্কোর অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দলের গোলকিপার তিতাহ।(ছবি:ইনস্টাগ্রাম)

কিছুদিন আগেই ভারতে এসেছিলেন তিতাহ। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ খেলতে। ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল মরক্কো।(ছবি:ইনস্টাগ্রাম)

কিছুদিন আগেই ভারতে এসেছিলেন তিতাহ। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ খেলতে। ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল মরক্কো।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল মরক্কোর বিরুদ্ধে। ম্যাচটি ৩-০ গোলে জেতে মরক্কো টিম। সেই ম্যাচে তেকাঠির নীচে নজর কেড়েছিলেন তিতাহ। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল মরক্কোর বিরুদ্ধে। ম্যাচটি ৩-০ গোলে জেতে মরক্কো টিম। সেই ম্যাচে তেকাঠির নীচে নজর কেড়েছিলেন তিতাহ। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের বিরুদ্ধে জিতলেও বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি মরোক্কান ফুটবলাররা। খালি হাতেই বাড়ি ফিরতে হয় তিতাহদের।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের বিরুদ্ধে জিতলেও বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি মরোক্কান ফুটবলাররা। খালি হাতেই বাড়ি ফিরতে হয় তিতাহদের।(ছবি:ইনস্টাগ্রাম)

 তবে কাতার বিশ্বকাপে দেশের সিনিয়র টিমের খালি হাতে ফেরার বাসনা নেই মোটেও। বিশ্বজয় করে কাতারে নতুন ইতিহাস লিখতে চান আশরাফ হাকিমি, হাকিম জিয়েচরা। দেশ থেকে সেই স্বপ্নে সলতে পাকাচ্ছেন তিতাহরা।(ছবি:ইনস্টাগ্রাম)

তবে কাতার বিশ্বকাপে দেশের সিনিয়র টিমের খালি হাতে ফেরার বাসনা নেই মোটেও। বিশ্বজয় করে কাতারে নতুন ইতিহাস লিখতে চান আশরাফ হাকিমি, হাকিম জিয়েচরা। দেশ থেকে সেই স্বপ্নে সলতে পাকাচ্ছেন তিতাহরা।(ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply