বিশ্বকাপের ‘দুঃখ’ ভুলতে বান্ধবীর সঙ্গে আল্পসে পাড়ি কনোরের


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 15, 2022 | 7:00 AM




কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) জন্য গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের যে স্কোয়াড বেছে নিয়েছিলেন, তাতে ছিলেন ভারতে যুব বিশ্বকাপ খেলে যাওয়া কনোর গ্যালাঘার (Conor Gallagher)। বিশ্বকাপ থেকে থ্রি লায়ন্সরা ছিটকে যাওয়ার পর, বান্ধবীর সঙ্গে বরফে মোড়া মনোরম স্থানে ভ্রমনে গিয়েছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

Dec 15, 2022 | 7:00 AM

কনোর গ্যালাঘার, এই মিডফিল্ডার যুব বিশ্বকাপেই নজর কেড়েছিলেন। দেশের জার্সিতে কাতার বিশ্বকাপের দলেও ডাক পেয়েছিলেন। ক্লাব ফুটবলে কনোর গ্যালাঘার খেলেন চেলসির হয়ে। সাউথগেটের প্রথম একাদশে যে তিনি থাকবেন না, এমনটা বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল মহল মনে করছিল। তবে তিনি রিজার্ভ বেঞ্চে দলের অন্যতম শক্তি ছিলেন। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

কনোর গ্যালাঘার, এই মিডফিল্ডার যুব বিশ্বকাপেই নজর কেড়েছিলেন। দেশের জার্সিতে কাতার বিশ্বকাপের দলেও ডাক পেয়েছিলেন। ক্লাব ফুটবলে কনোর গ্যালাঘার খেলেন চেলসির হয়ে। সাউথগেটের প্রথম একাদশে যে তিনি থাকবেন না, এমনটা বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল মহল মনে করছিল। তবে তিনি রিজার্ভ বেঞ্চে দলের অন্যতম শক্তি ছিলেন। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

 ফ্রান্সের কাছে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে হ্যারি কেনের ইংল্যান্ড। বিধ্বস্ত থ্রি লায়ন্সরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইতি টেনে দেশে ফিরেছেন। ২২ বছর বয়সী কনোর গ্যালাঘার বিশ্বকাপের 'দুঃখ' ভুলতে বান্ধবীর সঙ্গে আল্পসে পাড়ি দিয়েছেন। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

ফ্রান্সের কাছে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে হ্যারি কেনের ইংল্যান্ড। বিধ্বস্ত থ্রি লায়ন্সরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইতি টেনে দেশে ফিরেছেন। ২২ বছর বয়সী কনোর গ্যালাঘার বিশ্বকাপের ‘দুঃখ’ ভুলতে বান্ধবীর সঙ্গে আল্পসে পাড়ি দিয়েছেন। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

কনোর গ্যালাঘারের বান্ধবী অ্যানি মে কেনেডি। তিনি ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় চেলসি তারকা কনোরের ওয়াগস। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

কনোর গ্যালাঘারের বান্ধবী অ্যানি মে কেনেডি। তিনি ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় চেলসি তারকা কনোরের ওয়াগস। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

অ্যানি মে কেনেডির ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে বরফে মোড়া সব ছবি। অ্যানি মে কেনেডি ও কনোর গ্যালাঘারের বর্তমান ঠিকানা আল্পস। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

অ্যানি মে কেনেডির ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে বরফে মোড়া সব ছবি। অ্যানি মে কেনেডি ও কনোর গ্যালাঘারের বর্তমান ঠিকানা আল্পস। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

কনোরের সঙ্গে আল্পসে একান্তে সময় কাটানোর পাশাপাশি, স্কি রাইডিং, হেলিকল্পার রাইড দারুণ উপভোগ করেছেন অ্যানি মে কেনেডি। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

কনোরের সঙ্গে আল্পসে একান্তে সময় কাটানোর পাশাপাশি, স্কি রাইডিং, হেলিকল্পার রাইড দারুণ উপভোগ করেছেন অ্যানি মে কেনেডি। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

সামনেই বড়দিন। একাধিক জায়গায় ক্রিসমাস ট্রি, সুন্দর আলোয় সেজে উঠেছে। অ্যানি মে কেনেডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন তার ঝলক। এবং তাঁদের সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেনেডি। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)

সামনেই বড়দিন। একাধিক জায়গায় ক্রিসমাস ট্রি, সুন্দর আলোয় সেজে উঠেছে। অ্যানি মে কেনেডি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন তার ঝলক। এবং তাঁদের সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেনেডি। (ছবি-অ্যানি মে কেনেডি ইন্সটাগ্রাম)






Most Read Stories


Leave a Reply