বিশ্বকাপের স্বপ্নে জল ঢেলে দিল যাঁরা, ফাইনালে তাঁদের সমর্থনে মরক্কো


চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর স্বপ্নের দৌড় থেমে গিয়েছে। তার পরও টুর্নামেন্টের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে নয়, ফ্রান্সকেই সমর্থন করতে চলেছে মরক্কো।

বিশ্বকাপের স্বপ্নে জল ঢেলে দিল যাঁরা, ফাইনালে তাঁদের সমর্থনে মরক্কো

Image Credit source: FIFA Website

দোহা: কাতার বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে আফ্রিকান দেশ মরক্কো। ফ্রান্সের (France) কাছে চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে হেরে মরক্কোর (Morocco) স্বপ্নের দৌড় থেমে গিয়েছে। তার পরও টুর্নামেন্টের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে নয়, ফ্রান্সকেই সমর্থন করতে চলেছে মরক্কো। এমনটাই জানালেন, হাকিম জিয়েচদের কোচ ওয়ালিদ রেগরাগুই। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে সেমিফাইনালে ২-০ ব্যবধানে হারের পর মরোক্কান কোচ জানান, নিজেরা বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাওয়ায়, তাদের পূর্ণ সমর্থন থাকবে ফ্রান্সের ওপর। আর কী কী বললেন আশরাফ হাকিমিদের কোচ ওয়ালিদ রেগরাগুই, তুলে ধরল TV9Bangla

আল বায়াত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলাস লায়ন্সদের নজরকাড়া পারফরম্যান্সের পরও, লেস ব্লুজরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ১৮ ডিসেম্বর, রবিবার টুর্নামেন্টের মেগা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফরাসি শিবির। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেভাবে পারফর্ম করেছে তাতে মুগ্ধ হয়ে মরোক্কান কোচ ওয়ালিদ জানান যে তিনি এ বার ফ্রান্সকে সমর্থন করবেন।

পুরো টুর্নামেন্ট ধরে তিনি নিজেদের পারফর্ম্যান্স নিয়ে বলেন, “সারা বিশ্ব এই মরক্কো দলকে নিয়ে গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখিয়েছি আমরা কী অর্জন করতে চাই। কঠোর পরিশ্রম করে খেলেছি। মরক্কো এবং আফ্রিকান ফুটবলের একটি ভালো ভাবমূর্তি এই টুর্নামেন্টে তুলে ধরেছি। মানুষ আগে আমাদের সম্মান করত ঠিকই, কিন্তু আমি মনে করি তারা এখন আমাদের আরও বেশি সম্মান করবে।”

এই খবরটিও পড়ুন



এরপরই এমবাপেদের সমর্থন করার কথা তুলে ধরেন ওয়ালিদ। তিনি বলেন, “আমরা এখন ওদের (ফ্রান্স) সমর্থন করব। ফ্রান্সকে অভিনন্দন। ম্যাচের আগে আমি বলেছিলাম, ওরা খুব ভালো দল এবং ওরা ম্যাচ জেতার জন্য ভালো জায়গায় ছিল। কিন্তু আমারাসমস্ত আঘাত, ক্লান্তি সত্ত্বেও, আমরা সমস্ত সবটা উজাড় করে দিয়েছি। যা ওদের একাধিকবার সমস্যায় ফেলেছে এবং এটি এটাই আমাদের প্রাপ্তি। মিরাকল দিয়ে বিশ্বকাপ জেতা যায় না, কঠোর পরিশ্রম করে জিততে হবে। আমরা কঠোর পরিশ্রম করা বন্ধ করব না।”

Leave a Reply