Lionel Messi : সারা বিশ্ব যখন মেসিকে নিয়ে মাতামাতি করেন তখন তাঁর দেশের সংবাদ মাধ্যমেই তাঁকে নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায়। তাঁদের একাংশ মানতেই চান না মেসি, মারাদোনার থেকে ভালো ফুটবলার। কাতার বিশ্বকাপেই মেসি ছাপিয়ে গিয়েছেন মারাদোনা-সহ নিজের দেশের আরও কয়েকজন কিংবদন্তির রেকর্ড।
Image Credit source: Twitter
দোহা: আর্জেন্টিনার (Argentina) ফুটবল অনুরাগী প্রায়শই সংশয়ে ভোগেন কাকে সেরার শিরোপা দেবেন! দিয়েগো মারাদোনা (Diego Maradona) নাকি লিওনেল মেসিকে (Lionel Messi)? এই নিয়ে নিজেদের মধ্যেও মতবিরোধ রয়েছে। একদল মানতে নারাজ, তাঁদের ভগবান মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন মেসি। আবার একদল মেসিকেই ভগবানের আসনে বসাতে চান। এই দ্বিতীয় দলে রয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক সোফিয়া মার্টিনেজ। তাঁর কাছে মেসিই সেরা। এলএম টেনকে নিয়ে আরও কী বলছেন তিনি? সাংবাদিক হিসেবে নাকি আর্জেন্টিনার সাধারণ ফুটবল প্রেমী। মেসিকে যা বললেন, তুলে ধরল TV9 Bangla।
সারা বিশ্ব যখন মেসিকে নিয়ে মাতামাতি করেন তখন তাঁর দেশের সংবাদ মাধ্যমেই তাঁকে নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায়। তাঁদের একাংশ মানতেই চান না মেসি, মারাদোনার থেকে ভালো ফুটবলার। কাতার বিশ্বকাপেই মেসি ছাপিয়ে গিয়েছেন মারাদোনা-সহ নিজের দেশের আরও কয়েকজন কিংবদন্তির রেকর্ড। তবু গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হার নিয়ে এখনও সমালোচনা হয় আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যমে। তবে আর্জেন্টিনার সাংবাদিক সোফিয়াকে দেখা গেল মেসি বন্দনায়। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে পরাজিত করার পর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক মেসি। সেখানেই সোফিয়া মেসিকে জানান, তাঁর কাছে মেসিই সেরা। তাঁকে বলতে শোনা গেল, ফলাফল যাই হোক না কেন তাঁর কাছে মেসিই সেরা।
প্রিয় ফুটবলারের তালিকায়, ফুটবল প্রেমীদের ভালোবাসা কিন্তু কিছুটা হলেও মেসির দিকেই ঝুঁকে। সাংবাদিক সোফিয়াও সেই দলেই রয়েছেন। মেসির চোখে চোখ রেখে তিনি বললেন, “আপনি আমাদের কাছে সেরা। আপনি আপনার প্রভাব আমাদের সবার জীবনে ফেলেছেন। আর্জেন্টিনার প্রায় সব বাচ্চার কাছে আপনার নাম লেখা জার্সি রয়েছে। আমার কাছে আপনিই সেরা, বিশ্বকাপ জেতা না জেতার উপর আপনার শ্রেষ্টত্ব নির্ভর করবে না।” ইতিমধ্যেই তাঁর সঙ্গে মেসির এই কথোপকথনের একটি ছবি এবং ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর চোখের চাউনিই যেন বলে দিচ্ছে লিওর জায়গা তাঁর হৃদয়ে।