ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচকে নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে সরেই দাঁড়ালেন ৬৮ বছরের ফার্নান্দো।
Image Credit source: Twitter
দোহা: আফ্রিকান দেশ মরক্কোর কাছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল (Portugal)। বিশ্বকাপ থেকে পর্তুগালের ছিটকে যাওয়ার ৫ দিন পরেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচকে নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে সরেই দাঁড়ালেন ৬৮ বছরের ফার্নান্দো। এক বিবৃতি দিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এই খবর জানিয়েছে। ফার্নান্দোর কোচিং কেরিয়ারে পর্তুগালের সাফল্য কেমন ছিল, তুলে ধরল TV9Bangla।
কাতার বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স তাদের সমর্থকদের রীতিমতো হতাশ করেছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায় রোনাল্ডোদের। এ বারের বিশ্বকাপে স্যান্টোসের সঙ্গে রোনাল্ডোর ঠাণ্ডা লড়াই নিয়েও কম আলোচনা হয়নি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবং মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি স্যান্টোস। সুইসদের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখেও ৬-১ ব্যবধানে জেতায় স্যান্টোস মরক্কো ম্যাচেও একই পন্থা অবলম্বন করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মরক্কোর বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামার পরও দলকে জেতাতে পারেননি রোনাল্ডো। স্যান্টোসের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা হয়েছে ফুটবল মহলে।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা, রোনাল্ডোর সঙ্গে তাঁকে নিয়ে বিতর্কের মাঝেই পর্তুগালের কোচের দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিলেন ফার্নান্দো। ৮ বছর পর তিনি সরে দাঁড়ালেন পর্তুগাল কোচের পদ থেকে। তিনি পর্তুগালের কোচ থাকার সময় দল ২০১৬ সালের ইউরো কাপ জিতেছিল। ২০১৯ সালে তাঁর কোচিংয়েই পর্তুগাল জেতে উয়েফা নেশনস লিগ খেতাব।
????? ??? for everything, Coach Fernando Santos. ? #WearTheFlag pic.twitter.com/ky6BnxQLlk
— Portugal (@selecaoportugal) December 15, 2022
স্যান্টোসের পর পর্তুগালের নতুন কোচ কে হবে, তা এখনও ঘোষণা করেনি পর্তুগাল। তবে যিনিই হবেন নতুন পর্তুগাল কোচ, তাঁকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় দলে রোনাল্ডোর ভবিষ্যত কেমন হতে চলেছে। উল্লেখ্য, ফার্নান্দো স্য়ান্টোসের সঙ্গে পর্তুগালের চুক্তি ছিল ২০২৪ ইউরো কাপ পর্যন্ত। ২ বছর আগেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন ফার্নান্দো স্যান্টোস। প্রসঙ্গত, পর্তুগালের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ রয়েছে নতুন বছরের মার্চ মাসে।