গোপনাঙ্গে খোদাই মেসির মুখ, ইভানা নলকে টেক্কা দিচ্ছেন মিস বামবাম


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Dec 18, 2022 | 12:15 AM

Fifa World Cup 2022: প্রায় মাসখানেক ধরে চর্মগোলক পায়ে মাঠে লড়াই করেছেন ফুটবলাররা। শুধু কি মাঠ? লড়াই চলেছে সমর্থকদের মধ্যে। কেউ বাজি ধরেছেন, কেউ কথার লড়াইয়ে মজেছেন। ডাকসাইটে সুন্দরী, চোখ ধাঁধানো আবেদনময়ী ফুটবল ফ্যানদের মধ্যে চলেছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই।

Dec 18, 2022 | 12:15 AM

 দুটি ছবির মধ্যে কে সবচেয়ে বেশি আবেদনময়ী কে? একদিকে ক্রোট সুন্দরী ইভানা নল, অন্যদিকে মেসিভক্ত মিস বামবাম। ফুটবল উৎসবের আবহে কে বেশি উষ্ণতা ছড়াতে পারে, যেন তারই প্রতিযোগিতা শুরু হয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

দুটি ছবির মধ্যে কে সবচেয়ে বেশি আবেদনময়ী কে? একদিকে ক্রোট সুন্দরী ইভানা নল, অন্যদিকে মেসিভক্ত মিস বামবাম। ফুটবল উৎসবের আবহে কে বেশি উষ্ণতা ছড়াতে পারে, যেন তারই প্রতিযোগিতা শুরু হয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের গার্লফ্রেন্ড। চেক লাল-সাদা রঙের, স্বল্প পোশাকের লাস্যময়ী ইভানাকে এই নামেই ডাকা শুরু করেছেন ফুটবল সমর্থকরা। ক্রোয়েশিয়ার ফ্যান ইভানা গ্যালারিতে থাকা মানেই সমর্থকদের হৃদয়ে হাজার ওয়াটের আলো। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের গার্লফ্রেন্ড। চেক লাল-সাদা রঙের, স্বল্প পোশাকের লাস্যময়ী ইভানাকে এই নামেই ডাকা শুরু করেছেন ফুটবল সমর্থকরা। ক্রোয়েশিয়ার ফ্যান ইভানা গ্যালারিতে থাকা মানেই সমর্থকদের হৃদয়ে হাজার ওয়াটের আলো। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ক্রোয়েশিয়া। দলের জন্য ইভানা বেজায় খুশি। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার হারের পর দুঃখ পেয়েছিলেন। মনের দুঃখে বলে দেন, "এই আর্জেন্টিনা মোটেও আহামরি দল নয়। ভাগ্য সঙ্গ দেওয়ায় জিতে গিয়েছে।" ব্রাজিলের বিদায়ের পরও কটাক্ষ করেছিলেন ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ক্রোয়েশিয়া। দলের জন্য ইভানা বেজায় খুশি। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার হারের পর দুঃখ পেয়েছিলেন। মনের দুঃখে বলে দেন, “এই আর্জেন্টিনা মোটেও আহামরি দল নয়। ভাগ্য সঙ্গ দেওয়ায় জিতে গিয়েছে।” ব্রাজিলের বিদায়ের পরও কটাক্ষ করেছিলেন ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

এসব শুনে ইভানার উপর বেজায় খাপ্পা হন মিস বামবাম জয়ী সুজি কর্টেজ। আদতে ব্রাজিলের মানুষ হলেও সুজি হলেন লিও মেসির ডাই হার্ড ফ্যান। খেতাবি দৌড় থেকে ক্রোয়েশিয়া ছিটকে যাওয়ার পর ইভানার উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দেন মিস বামবাম। ইভানাকে পিরানহা বলে সম্বোধন করে বলেন, "এ বার বিশ্বকাপ ফাইনাল বাড়ি বসে দেখতে হবে ক্রোয়েশিয়াকে।"(ছবি:ইনস্টাগ্রাম)

এসব শুনে ইভানার উপর বেজায় খাপ্পা হন মিস বামবাম জয়ী সুজি কর্টেজ। আদতে ব্রাজিলের মানুষ হলেও সুজি হলেন লিও মেসির ডাই হার্ড ফ্যান। খেতাবি দৌড় থেকে ক্রোয়েশিয়া ছিটকে যাওয়ার পর ইভানার উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দেন মিস বামবাম। ইভানাকে পিরানহা বলে সম্বোধন করে বলেন, “এ বার বিশ্বকাপ ফাইনাল বাড়ি বসে দেখতে হবে ক্রোয়েশিয়াকে।”(ছবি:ইনস্টাগ্রাম)

মেসির সুপারফ্যান সুজি কর্টেজ ওরফে মিস বামবাম ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর আর্জেন্টিনার জার্সির রঙে বডি পেন্ট করেন বামবাম। (ছবি:ইনস্টাগ্রাম)

মেসির সুপারফ্যান সুজি কর্টেজ ওরফে মিস বামবাম ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর আর্জেন্টিনার জার্সির রঙে বডি পেন্ট করেন বামবাম। (ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ফাইনাল ম্যাচের স্কোর প্রেডিক্ট করেছেন বামবাম। রবিবারের ফাইনাল আকাশি-সাদা শিবির জিতবে ২-১ ব্যবধানে। যে পশ্চাৎদেশের জন্য তিনি বিখ্যাত সেখানে নিজের প্রেডিক্ট করা ফাইনাল স্কোর লিখে রেখেছেন। আপনাদের কি মনে হয় বামবামের অনুমান মিলে যাবে? (ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ফাইনাল ম্যাচের স্কোর প্রেডিক্ট করেছেন বামবাম। রবিবারের ফাইনাল আকাশি-সাদা শিবির জিতবে ২-১ ব্যবধানে। যে পশ্চাৎদেশের জন্য তিনি বিখ্যাত সেখানে নিজের প্রেডিক্ট করা ফাইনাল স্কোর লিখে রেখেছেন। আপনাদের কি মনে হয় বামবামের অনুমান মিলে যাবে? (ছবি:ইনস্টাগ্রাম)

মেসির সুপারফ্যান, পশ্চাৎদেশের জন্য বিখ্যাত সুজি তাঁর গোপনাঙ্গে মেসির মুখের ট্যাটু করিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সেই ট্যাটু অনুরাগীদের দেখাতেও দ্বিধাবোধ করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

মেসির সুপারফ্যান, পশ্চাৎদেশের জন্য বিখ্যাত সুজি তাঁর গোপনাঙ্গে মেসির মুখের ট্যাটু করিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সেই ট্যাটু অনুরাগীদের দেখাতেও দ্বিধাবোধ করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

ইভানা বলেছিলেন, ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়াবেন!সেই অবকাশ আসেনি। মিস বামবাম এখনও তেমন কোনও প্রতিশ্রুতি দেননি। মেসির হাতে কাপ উঠলে উচ্ছ্বাসের বশে কি করেন তা জানতে সুজির ইনস্টাগ্রামে চোখ রাখছেন অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)

ইভানা বলেছিলেন, ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়াবেন!সেই অবকাশ আসেনি। মিস বামবাম এখনও তেমন কোনও প্রতিশ্রুতি দেননি। মেসির হাতে কাপ উঠলে উচ্ছ্বাসের বশে কি করেন তা জানতে সুজির ইনস্টাগ্রামে চোখ রাখছেন অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)


Most Read Stories

Leave a Reply