প্রতিপক্ষের কোথায় আঘাত করতে হবে জানি , মহারণের আগে হুঁশিয়ারি স্কালোনির


মেসিভক্তরা প্রিয় তারকার হাতে কাপ দেখতে মুখিয়ে। আর্জেন্টিনা বিরোধীরা ঝুঁকে ফ্রান্সের দিকে। ২৪ বছরের কিলিয়ান এমবাপের পায়ে মেসি ‘বধ’-এর আশায় তাঁরা।

Image Credit source: Twitter

দোহা: কাতারে বিশ্বকাপ ফাইনাল (Qatar World Cup 2022) শুরু হতে ২৪ ঘণ্টারও কম সময়। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ফাইনাল ঘিরে ফ্রান্স ও আর্জেন্টিনা (France vs Argentina) সমর্থকদের মধ্যে এই মুহূর্তে উত্তেজনা চরমে। মেসিভক্তরা প্রিয় তারকার হাতে কাপ দেখতে মুখিয়ে। আর্জেন্টিনা বিরোধীরা ঝুঁকে ফ্রান্সের দিকে। ২৪ বছরের কিলিয়ান এমবাপের পায়ে মেসি ‘বধ’-এর আশায় তাঁরা। এই উত্তেজনায় ঘি ঢাললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে স্কালোনিকে আবেগপ্রবণ দেখিয়েছে। তবে আবেগের পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষকে মাত দিতে ছক কষে ফেলেছেন তিনি। পরিকল্পনা খেটে গেলে পোয়া বারো। মহারণের আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিপক্ষের কোন জায়গায় আঘাত করতে হবে তা জানি। আর কী বললেন মেসিদের কোচ? পড়ুন TV9 Banglaয়।

ফাইনালে আর্জেন্টিনার বড় চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপে। ২৩ বছরের এই ফুটবল তারকা এত কম বয়সেই কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সামনে। কাতারে পাঁচটি গোল ও দুটি অ্যাসিস্টের অধিকারী এমবাপেকে নিয়ে আর্জেন্টাইন কোচের সামনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ফাইনালে এমবাপের গতি আটকাতে হিমশিম খেতে হবে আর্জেন্টাইন। তবে স্কালোনি বলে দিলেন, ফ্রান্স দলটা শুধু এমবাপেকে নিয়ে নয়। তাই ফ্রান্সের পুরো টিম নিয়েই ভাবছেন তিনি। আর্জেন্টিনার কোচের কথায়, “ফ্রান্স দলে এমবাপের মতো ফুটবলার রয়েছেন। দারুণ ফুটবলার, তারুণ্যের জোশ রয়েছে এবং প্রতিমুহূর্ত নিজেকে উন্নত করার চেষ্টা করেন। কিন্তু ফ্রান্স দল তো শুধু এমবাপেকে নিয়ে গড়া নয়। দলের আরও খতরনাক ফুটবলার রয়েছেন।”

বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের উদযাপন দেখে যারপরনাই খুশি স্কালোনি। বললেন, “আমি আবেগ ধরে রাখতে পারছি না। খুব দায়িত্বের সঙ্গে ওরা নিজেদের উজাড় করে খেলছে। আশা করি আগামীকাল কাপটা আমরাই জিতব। যাতে ওদেরকে গর্বিত করতে পারি।” ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সিংহাসনচ্যুত করার কঠিন চ্যালেঞ্জ সামনে। ফুটবলের জাদুকরকে ঘিরে সাড়ে তিন দশকের খরা কাটানোর অপেক্ষায় আর্জেন্টাইনরা।

Leave a Reply