খাওয়া, দাওয়া হল পেটপুরে, হল হুল্লোড়, ডিনার শেষ গ্রুপ সেলফি- কোনও কিছুই বাদ রইল না। বাদ থেকে গেলেন শুধু লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
Image Credit source: Twitter
দোহা: কাতারে প্রায় একমাস ব্যপী ফুটবল উৎসবের সমাপ্তি শীঘ্রই। ফাইনাল নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবাসরীয় লুসেইল স্টেডিয়ামের মহারণের জন্য জোরদার প্রস্তুতিতে মগ্ন আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় শিবিরে। তার আগে শেষবারের জন্য কাতারে ডিনারের জন্য একত্রিত হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা। খাওয়া, দাওয়া হল পেটপুরে, হল হুল্লোড়, ডিনার শেষ গ্রুপ সেলফি- কোনও কিছুই বাদ রইল না। বাদ থেকে গেলেন শুধু লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। আর্জেন্টিনার ওয়্যাগসদের ভিড়ে কোথাও খুঁজে পাওয়া গেল না আন্তো’কে। তাহলে কি আর্জেন্টিনা শিবিরের মহিলা মহলে অল ইজ নট ওয়েল?
ক্রোয়েশিয়াকে হারিয়ে আটবছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা। হোটেলে ফিরেই জমিয়ে উৎসব শুরু হয়। ক্লাবে গিয়ে রাতভর পার্টি করেন মেসির স্ত্রী আন্তোনেলা, লাউতারো মার্টিনেজের স্ত্রী অগাস্টিনো গণ্ডোলফো, এনজো ফার্নান্ডেজের বান্ধবী ভ্যালেন্টিনারা মিলে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলি প্রতিবেদন অনুযায়ী, সেদিন সবচেয়ে বেশি হুল্লোড় মেতেছিলেন মেসির স্ত্রী। অথচ কাতার ছাড়ার আগে গ্রুপ ডিনারে দেখা পাওয়া গেল না আন্তোনেলার। একধিক মহিলা একসঙ্গে থাকা মানেই ঝগড়া, কলহের পোয়াবারো। পুরুষরা এমন অপবাদ দিয়েই থাকেন। আর্জেন্টিনা শিবিরেও কি তেমনই কিছু ঘটল। সেদিন পার্টি চলাকালীন লাওতারো মার্টিনেজের স্ত্রী পানীয়ের গ্লাসে বোতলের ভাঙা টুকরো পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন তিনি।
যাই হোক, শুক্রবার রাতে কাতারের একটি ঝাঁ চকচকে রেস্তরাঁয় নৈশভোজের জন্য গিয়েছিলেন মোট ২০ জন। ডিবু মার্টিনেজের স্ত্রী মন্দিনহা মার্টিনেজ, পাওলো দিবালার স্ত্রী ওরিয়ানা রেন্ডন, মার্কোস আকুনার স্ত্রী জুলিয়া সিলভা, এনজো ফার্নান্ডেজের বান্ধবী ভ্যালেন্টিনা সার্ভান্তেজ, জুলিয়ান আলভারেজের বান্ধবী মারিয়া এমিলিয়া ফেরারো-সহ অনেকে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন তাঁদের মধ্যে অনেকেই। কিন্তু সেই ভিড়ে লোকে খুঁজল মেসির বউকে। কিন্তু তাঁর দেখা নেই। বৃহস্পতিবার মেসি আর্জেন্টিনার অনুশীলনে ছিলেন না। প্র্যাকটিসে না দেখে মেসি চোট পেয়েছেন বলে হইচই শুরু হয়। এ বার উধাও তাঁর বউ। ফাইনালের আগে কি চলছে আর্জেন্টিনা শিবিরে?