CRO vs MAR FIFA Match Report: রুদ্ধশ্বাস জয়ে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার


FIFA World Cup Match Report, CROATIA vs MOROCCO : কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। মরক্কো ডিফেন্স শেষ মুহূর্ত অবধি লড়াই চালিয়ে যায়। আক্রমণভাগ মরিয়া লড়াই চালালেও গোল শোধ করতে ব্যর্থ মরক্কো।

Image Credit source: twitter

আল খোর : তাগিদ। প্রতিটি খেলায় অতি পরিচিত শব্দ। বিশ্বকাপের তৃতীয় স্থানেরই ম্যাচ হোক না কেন, তাগিদের কোনও অভাব চোখে পড়ল না। কাতার বিশ্বকাপের শুরুতে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া-মরক্কো। তৃতীয় স্থানের লড়াইয়ে ফের এক বার মুখোমুখি এই দুই দল। গত বারের রানার্স ক্রোয়েশিয়া। মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছে। ফাইনালে যাওয়ার লড়াই গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হার মরক্কোর। অন্য দিকে, আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরেছে ক্রোয়েশিয়া। তৃতীয় স্থানের ম্যাচে রুদ্ধশ্বাস একটা লড়াই দেখা গেল। ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ১১২ সেকেন্ডেই গোল শোধ মরক্কোর। তারপর! ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।

ইয়াসিন বোনো। এ বারের বিশ্বকাপে অন্যতম সেরা মুখ। মরক্কো দুর্গের অতন্দ্র প্রহরী। অনেক ক্ষেত্রেই দুর্ভেদ্য হয়ে উঠেছেন। এ দিন অবশ্য ম্যাচের মাত্র ৭ মিনিটেই পিছিয়ে পড়ে মরক্কো। বিশ্বকাপের মঞ্চে শেষ ম্যাচ খেলতে নামা মদ্রিচের ফ্রি-কিকে হেডে গোল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার গুয়ার্দিওল। হাল ছাড়েনি মরক্কো। মাত্র ১১২ সেকেন্ডের মধ্যেই গোল শোধ। ঠিক যেন ক্রোয়েশিয়ার পুনরাবৃত্তি। গুয়ার্দিওলের সৌজন্যে ফ্রি-কিক পায় মরক্কো। যদিও জিয়েচের ফ্রি-কিক খুব ভালো ছিল না। তবে ক্রোয়েশিয়া ওয়ালে ধাক্কা খেয়ে বক্সে আশরাফ দারির কাছে, হেডে সমতা ফেরান দারি। এ দিন মরক্কোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়লেন বিলাল এল খানোস (১৮ বছর)।

ক্রোয়েশিয়া ২ (গুয়ার্দিওল ৭’, অরসিচ ৪২’)

মরক্কো ১ (দারি ৯’)

বিরতির কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়া ফের এগিয়ে যায়। এ বার গোল করেন মিস্লাভ অরসিচ। ভাগ্যও সঙ্গ দিয়েছে তাঁর। বক্সের বাঁ-দিকে লিভায়ার পাস ধরেন অরসিচ। সেখান থেকে সেকেন্ড পোস্টে শট নেন অরসিচ। পোস্টের ইনসাইডে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও রুদ্ধশ্বাস। দু-দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচ অনবদ্য সেভ করেন। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। মরক্কো ডিফেন্স শেষ মুহূর্ত অবধি লড়াই চালিয়ে যায়। আক্রমণভাগ মরিয়া লড়াই চালালেও গোল শোধ করতে ব্যর্থ মরক্কো।

Leave a Reply