FIFA World Cup 2022: আর্জেন্টিনা স্টারদের সংসার সামলান কারা? Post author:admin Post published:December 17, 2022 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty Updated on: Dec 17, 2022 | 7:30 AM আর্জেন্টিনার যেসব ফুটবলারদের আমরা মাঠ কাঁপাতে দেখি তাঁদের ব্যাক্তিগত জীবন সামলান কারা? রইল তার বেশ কিছু ঝলক Dec 17, 2022 | 7:30 AM রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিার হয়ে আসর মাতাতে দেখা যেতে পারে যাঁদের, তাঁদের জীবনসঙ্গীদের চেনেন? ছবি: ইনস্টাগ্রাম ক্যাপ্টেন মেসির সুখের সংসার স্ত্রী আন্তোলেনা রকুজো ও তিন পুত্র থিয়াগো, মাতেও এবং সিরোকে নিয়ে। আন্তোলেনা এবং লিও কৈশর থেকেই সম্পর্কে ছিলেন। পরে বিয়ে হয় তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম ২২ বছরের আর্জেন্টাইন তারকা জুলিয়ন আলভারেজের সঙ্গী পিই শিক্ষক ইমিলিয়া ফেরেরো। সোশ্যাল মিডিয়ায় তাঁদেরব প্রেমের ঝলক প্রায়শই দেখা যায়। সঙ্গী আলভারেজকে সমর্থন করতে কাতারেই রয়েছেন ইমিলিয়া। ছবি: ইনস্টাগ্রাম আর্জেন্টাইন তারকা ম্যাক আলিস্টারের সঙ্গী ক্যামিলা মায়ান। ক্যামিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার। ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২১ বছরের এনজো ফার্নান্দেজ। এনজোর সঙ্গী হলেন ভ্যালেন্তিনা কারভান্টেস। ভ্যালেন্তিনাব পেশায় একজন মডেল। ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো দি পল সম্পর্কে রয়েছেন টিনি স্টোয়েসেলের সঙ্গে। ২০২১ থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা।ছবি: ইনস্টাগ্রাম আর্জেন্টিনার স্টার ফুটবলার লিয়েন্দ্রো পেরেদেসের সুখের সংসার তাঁক স্ত্রী ক্যামিলা গালান্তে কে নিয়ে। ১৫ বছর বয়সেই ক্যামিলার প্রেমে পড়েন পেরেদেস। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে বিবাহ হয় তাঁদের। দুই সন্তানও রয়েছে তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম আর্জেন্টিনার মার্কস আকুনা ২০১২ থেকে সম্পর্কে ছিলেন জুলিয়া সিলভার সঙ্গে। ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এখন তিন সন্তান মোরা, বেঞ্জামিন ও মার্টিনাকে নিয়ে সুখের সংসার তাঁদের। আর্জেন্টিনার মার্কস আকুনা ২০১২ থেকে সম্পর্কে ছিলেন জুলিয়া সিলভার সঙ্গে। ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এখন তিন সন্তান মোরা, বেঞ্জামিন ও মার্টিনাকে নিয়ে সুখের সংসার তাঁদের। আর্জেন্টাইন ,স্টার সের্গিও রোমেরোর সুখের সংসার তাঁর স্ত্রী এলিয়ানা গুয়েরসিও ও তিন সন্তানকে নিয়ে। ২০০৮ সাল থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। পরে বিয়ে হয় তাঁদের। আর্জেন্টিনার স্টার ফুটবলার লাউতারো মার্টিনেজের সঙ্গী হলেন মডেল অগাস্টিনা গান্ডলফো। ২০১৮ থেকে একসঙ্গে রয়েছেন এই জুটি। একান্তে সময় কাটানোর মূহুর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর্জেন্টাইন ফুটবলার নহেল মলিনা সম্পর্কে রয়েছেন তাঁর থেকে দু’বছরের বড় সঙ্গী বারবারা ওচিউজির সঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি প্রায়ই দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম Most Read Stories Tags: Argentina footballer, FIFA World Cup, FIFA World Cup 2022, FIFA World Cup 2022 photos, Qatar 2022 Photo Gallery Read more articles Previous Postলিওর হাতে কাপ উঠলেও উদযাপনে মাতবে না স্কালোনির গ্রাম। কিন্তু কেন? Next Postফাইনালে মেসিকে ‘আটকানোর’ দায়িত্বে এই তরুণ… You Might Also Like কোটা আন্দোলনের প্রভাব বাংলাদেশ ক্রিকেট টিমেও, সাকিবকেও বসতে হবে মেধাপরীক্ষায়! August 12, 2024 IPL 2022: মাঠে জবাব দিলেন স্বামী, গ্যালারিতে উচ্ছ্বাস স্ত্রীর April 6, 2022 অস্ট্রেলিয়া সফরের দল ঘোষিত, স্কোয়াডে অভিমন্যু-হর্ষিত রানা October 25, 2024 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.