Real Madrid: তাহলে কি ভক্তদের আশ্বস্ত করতেই এমন পোস্ট? মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়িই হয়তো বড় কোনও খবর দিতে চলেছেন রোনাল্ডো। হতেই পারে, রিয়াল মাদ্রিদে ফিরছেন সিআর সেভেন! ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে প্রস্তুত রাখছেন পরবর্তী লড়াইয়ের জন্য।
Image Credit source: twitter
মাদ্রিদ : একটা ইন্সটা রিল। নানা রহস্য়! ৩৭ বছর বয়সি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ক্লাবহীন। বিশ্বকাপের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর। কাতারে বিশ্বকাপ হতাশায় কেটেছে। মাঝে নানা খবর শোনা গিয়েছিল। কিছুদিন আগে হঠাৎই রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এরপরই জল্পনা। তাহলে কি নতুন কোনও অঙ্ক সামনে রয়েছে? কেন তাঁর পোস্ট ঘিরে জল্পনা, তুলে ধরল TV9Bangla।
গত কয়েক মাস ধরেই ‘খারাপ সময়’ চলছে রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিতর্ক। কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে অবিশ্বাস্য ভাবে পরাজিত হয়ে শেষ বারের মতো বিশ্বকাপ থেকে মাঠ ছাড়েন রোনাল্ডো। ম্যান ইউতে কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি দেশের হয়েও। পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোসের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়। বিশ্বকাপে শেষ দুটি ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছে রোনাল্ডোকে। শেষ ষোলোর ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ঠাঁই হয়েছিল রিজার্ভ বেঞ্চে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান গন্সালো ব়্যামোস। ২১ বছর বয়সী এই তারকা সেই ম্যাচে নেমেই হ্যাটট্রিক করেন। রোনাল্ডোর অনুপস্থিতি বুঝতে দেননি। কোয়ার্টার ফাইনালেও পরিবর্ত হিসেবেই নামানো হয়। বিদায় নেয় পর্তুগাল।
বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না রোনাল্ডোকে। ক্লাব ফুটবলে পরবর্তী ঠিকানা কোথায়! তাঁর পোস্টের পরই জল্পনা। ইন্সটায় ৫১৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর ভক্তরাই ভরসা হারাচ্ছেন! সেই সমস্ত সমর্থকদের উদ্দেশ্যেই কি রহস্যময় পোষ্ট! জল্পনা তুঙ্গে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জিমের ভেতরে খালি গায়ে রোনাল্ডো,ব্য়াকগ্রাউন্ডে শোনা যাচ্ছে টিভিতে চলা পর্তুগিজ গান। গানের কথাগুলো এমন, “তোমরা আমাকে চেন না। আমার জন্য কেঁদ না।” তাহলে কি ভক্তদের আশ্বস্ত করতেই এমন পোস্ট? মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়িই হয়তো বড় কোনও খবর দিতে চলেছেন রোনাল্ডো। হতেই পারে, রিয়াল মাদ্রিদে ফিরছেন সিআর সেভেন! ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে প্রস্তুত রাখছেন পরবর্তী লড়াইয়ের জন্য।