বাজির ভাগ্য খুব একটা ভাল নয় ড্রেকের। অন্তত সাম্প্রতিক অতীত তাই বলছে।
দোহা: দোহার লুসেল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই ম্যাচ ঘিরে সারা বিশ্বজুড়েই উন্মাদনা তুঙ্গে। অনেকে আবার প্রিয় দলের হয়ে বাজিতেও সামিল হয়েছেন। জীবনের শেষ বিশ্বকাপে খেলতে মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারবেন কি না, তা নিয়েও চলছে বাজি। কানাডার ব়্যাপ গায়ক ড্রেকও সামিল হয়েছেন কাতার বিশ্বকাপ ফাইনালের এই বাজিতে। ড্রেক বাজি ধরেছেন মেসির হয়ে। সেই বাজির অঙ্ক শুনে অবাক হচ্ছেন সকলে।
বিশ্বকাপের ফাইনালের ম্যাচ যত এগোবে তত রক্তচাপ বাড়বে দুদলের সমর্থকদেরই। তবে শুধু সমর্থক নয়, এই খেলা ঘিরে যাঁরা বাজি ধরেছেন, তাঁদের চিন্তাও বাড়বে। সেই তালিকাতে রয়েছেন ড্রেকও। কাতার বিশ্বকাপের ফাইনাল ঘিরে ১০ লক্ষ ডলার বাজি ধরেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বাজি ধরেছেন তিনি। মেসি বিশ্বকাপ জিতবেন বলে আশা ড্রেকের।
যদিও বাজির ভাগ্য খুব একটা ভাল নয় ড্রেকের। অন্তত সাম্প্রতিক অতীত তাই বলছে। কানাডার এই সঙ্গীত শিল্পী শেষ এল ক্লাসিকোতেও বাজি ধরেছিলেন। লা লিগার ম্যাচে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বার্সার হয়ে বাজি ধরেছিলেন ড্রেক। কিন্তু সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মেসির আর্জেন্টিনা ড্রেকের ভাগ্য বদলে দিতে পারেন কি না সে দিকেই নজর রাখছেন কানাডার এই শিল্পী।