Ravi Shastri: সেন্টার লাইনের সোজাসুজি অংশে গ্যালারিতে দাঁড়িয়ে শাস্ত্রী। সেখানে তিনি খেলার সঙ্গে নিজের সম্পর্ক এবং আবেগের কথা বলছেন।
দোহা: ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে কাতারে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। দোহার লুসেল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। রবিবার সেই ম্যাচ দেখতে ইতিমধ্যেই লুসেল স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ। স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে একটি ভিডিয়ো বানিয়ে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন রবি শাস্ত্রী। বিশ্বকাপ জ্বরে তিনিও যে আক্রান্ত তা বুূঝিয়ে দিচ্ছে এই ভিডিয়ো।
রবি শাস্ত্রীর পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লুসেল স্টেডিয়ামেলর গ্যালারি প্রায় ফাঁকা। সেন্টার লাইনের সোজাসুজি অংশে গ্যালারিতে দাঁড়িয়ে শাস্ত্রী। সেখানে তিনি খেলার সঙ্গে নিজের সম্পর্ক এবং আবেগের কথা বলছেন। শাস্ত্রী বলেছেন, “সারা জীবন বিভিন্ন স্টেডিয়ামে ঘুরে বেরিয়েছি আমি। কখনও খেলার জন্য, কখনও কোচিংয়ের জন্য, কখনও খেলার জন্য বা কখনও ধারাভাষ্যকার হিসাবে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লুসেল স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই এখন নজর গোটা বিশ্বের। এটা এখন খালি। কিন্তু এর পরিবেশের আঁচ নিতে আমি চলে এসেছি। খেলা যেখান থেকে শুরু হবে, তার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই মহারণ শুরু হবে। মেসি জ্বরে ভেসে যাবে স্টেডিয়াম। আপনারাও উপভোগ করুন। মজা করুন।”
মেসির বিশ্বকাপ জেতা নিয়ে অধীর আগ্রহে বসে রয়েছেন তাঁর ভক্তরা। এ নিয়ে পঞ্চম বার ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও জার্মানির কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। হৃদয় ভেঙেছিল মেসির। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ফের এসেছে মেসির সামনে। এমবাপে, গ্রিজম্যানদের হারাতে পারলেই বিশ্বকাপের মুকুট উঠবে মেসির মাথায়। পেলে, মারাদোনাদের মতো সেরার সেরা ফুটবলারদের তালিকায় জায়গা করে নিলেও মেসির বিশ্বকাপ এখনও অধরা রয়েছে। আর ঘণ্টা পরই স্পষ্ট হবে মেসির হাতে বিশ্বকাপ উঠবে কি না।