সঙ্গিনীদের শপথ! খেতাব জিতলে শরীরে খোদাই ঐতিহাসিক মুহূর্ত…


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Dec 18, 2022 | 8:45 AM

কাতারে প্রায় একমাস ব্যপী ফুটবল উৎসব শেষের পথে। রবিবাসরীয় লুসেইল স্টেডিয়ামের মহারণের জন্য জোরদার প্রস্তুতিতে মগ্ন আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় শিবিরে। তার আগে শেষবারের জন্য কাতারে ডিনারের জন্য একত্রিত হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা। সেখানেই একসঙ্গে নিলেন শপথ।

Dec 18, 2022 | 8:45 AM

বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালের আগেই গ্র্যান্ড পার্টিতে দেখা গিয়েছে আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গিনীদের। সেখানে শুধু ছিলেন না ক্যাপ্টেন মেসির স্ত্রী আন্তোনেলা রাকুজো। ছবি: ইন্সটাগ্রাম

বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালের আগেই গ্র্যান্ড পার্টিতে দেখা গিয়েছে আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গিনীদের। সেখানে শুধু ছিলেন না ক্যাপ্টেন মেসির স্ত্রী আন্তোনেলা রাকুজো। ছবি: ইন্সটাগ্রাম

কাতারের একটি  ঝাঁ চকচকে হোটেলে নৈশভোজের জন্য গিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজের স্ত্রী মন্দিনহা মার্টিনেজ, পাওলো দিবালার স্ত্রী ওরিয়ানা রেন্ডন, মার্কোস আকুনার স্ত্রী জুলিয়া সিলভা, এনজো ফার্নান্ডেজের বান্ধবী ভ্যালেন্টিনা সার্ভান্তেজ-সহ ২০ জন। ছবি: ইন্সটাগ্রাম

কাতারের একটি ঝাঁ চকচকে হোটেলে নৈশভোজের জন্য গিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজের স্ত্রী মন্দিনহা মার্টিনেজ, পাওলো দিবালার স্ত্রী ওরিয়ানা রেন্ডন, মার্কোস আকুনার স্ত্রী জুলিয়া সিলভা, এনজো ফার্নান্ডেজের বান্ধবী ভ্যালেন্টিনা সার্ভান্তেজ-সহ ২০ জন। ছবি: ইন্সটাগ্রাম

খাওয়া-দাওয়া, হই হুল্লোর, ফটোসেশন সব মিলিয়ে একেবারে জমজমাটি ব্যাপার। তাঁদের এই গ্র্যান্ড পার্টির বিভিন্ন ঝলক ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।  ছবি: ইন্সটাগ্রাম

খাওয়া-দাওয়া, হই হুল্লোর, ফটোসেশন সব মিলিয়ে একেবারে জমজমাটি ব্যাপার। তাঁদের এই গ্র্যান্ড পার্টির বিভিন্ন ঝলক ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইন্সটাগ্রাম

আনন্দ উল্লাসের মধ্যেই আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের নারী-বাহিনী এক সঙ্গে একটি শপথও নিয়েছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে একই ট্যাটু করাবেন সকলে। এমন শপথই নিয়েছেন তাঁরা। ছবি: ইন্সটাগ্রাম

আনন্দ উল্লাসের মধ্যেই আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের নারী-বাহিনী এক সঙ্গে একটি শপথও নিয়েছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে একই ট্যাটু করাবেন সকলে। এমন শপথই নিয়েছেন তাঁরা। ছবি: ইন্সটাগ্রাম

দীর্ঘ ৩৬ বছর আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ আসেনি। আর ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে লা আলবিসেলেস্তেরা। যদি ৩৬ বছরের কাঁটা পার করে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা, তবে আর্জেন্টাইন স্টারদের সঙ্গীরা এই ঐতিহাসিক মুহূর্তকে ট্যাটুর মাধ্যমে শরীরের মধ্যে রেখে দিতে চান। তবে এখনও কী ট্যাটু হবে তা ঠিক করা হয়নি। ছবি: ইন্সটাগ্রাম

দীর্ঘ ৩৬ বছর আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ আসেনি। আর ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে লা আলবিসেলেস্তেরা। যদি ৩৬ বছরের কাঁটা পার করে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা, তবে আর্জেন্টাইন স্টারদের সঙ্গীরা এই ঐতিহাসিক মুহূর্তকে ট্যাটুর মাধ্যমে শরীরের মধ্যে রেখে দিতে চান। তবে এখনও কী ট্যাটু হবে তা ঠিক করা হয়নি। ছবি: ইন্সটাগ্রাম


Most Read Stories

Leave a Reply