কাতারে প্রায় একমাস ব্যপী ফুটবল উৎসব শেষের পথে। রবিবাসরীয় লুসেইল স্টেডিয়ামের মহারণের জন্য জোরদার প্রস্তুতিতে মগ্ন আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় শিবিরে। তার আগে শেষবারের জন্য কাতারে ডিনারের জন্য একত্রিত হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা। সেখানেই একসঙ্গে নিলেন শপথ।
Dec 18, 2022 | 8:45 AM