Lionel Messi: অনেক সময়ই দেখা যায়, বল পায়ে না থাকলে, মেসি হেঁটে বেরাচ্ছেন। আদৌ কি তাই! মাঠে মেসির এই মুহূর্তকে অনেকের কাছে পায়চারি বলে মনে হলেও এর নেপথ্যে অন্য় কারণ রয়েছে।
Image Credit source: TWITTER
দোহা: কাতার বিশ্বকাপের শেষ বিস্ফোরণ! সরগরম ফুটবল দুনিয়া। সারা বিশ্ব মেসি বনাম এমবাপের দ্বৈরথের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছে। মেসি ম্যাজিক নাকি এমবাপের স্কিল কীসে মিলবে বিশ্বকাপ? যদিও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ছাড়াও অনেক সমর্থকই মেসির হাতে কাপ দেখতে চাইছেন। তবে ফরাসি বাহিনীকে রুখতে তৈরি লা আলবিসেলেস্তে। এলএম টেনের ঠান্ডা মাথায় দল পরিচালনা নিয়ে মুখ খুলেছেন আর্সেনালের প্রাক্তন তারকা রবিন ভ্যান পার্সি। কিংবদন্তি ডাচ তারকা মেসির সম্পর্কে কী বলছেন! বিস্তারিত TV9 BANGLA-য়।
অনেক সময়ই দেখা যায়, বল পায়ে না থাকলে, মেসি হেঁটে বেরাচ্ছেন। আদৌ কি তাই! মাঠে মেসির এই মুহূর্তকে অনেকের কাছে পায়চারি বলে মনে হলেও এর নেপথ্যে অন্য় কারণ রয়েছে। আসলে সে সময় তিনি পর্যবেক্ষণ এবং নতুন পরিকল্পনা গড়েন। তাঁর দল পরিচালনা ও নিখুঁত পর্যবেক্ষণের তারিফ করেছেন ডাচ তারকা ভ্যান পার্সি। পায়চারির ঐ মুহূর্তে চারিদিকে দেখেন না, যেন স্ক্যান করেন লিও মেসি! কে কোথায় রয়েছেন, কোন জায়গাটা বিপজ্জনক হতে পারে, প্রতিপক্ষের ডিফেন্সকে কী ভাবে ধূলিস্যাৎ করা যায় এই সব কিছু গভীর ভাবে নজর রাখেন। ভ্যান পার্সি বলছেন, ‘মেসি জিনিয়াস। মাঠে ওর মুখোমুখি না হলে মেসির মাহাত্ম্য উপলব্ধি করা যায় না।’ আর্সেনালের হয়ে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ভ্যান পার্সির। মেসির সঙ্গে দ্বৈরথে নেমে নাস্তানাবুদ হয়েছিলেন। দ্রুত ম্যাচের রং বদলের যে ক্ষমতা রয়েছে মেসির, তারও প্রশংসায় মজেছেন।
লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার সংঘাতের সাক্ষী থাকবে বিশ্ব। ফাইনালে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের আশা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপের ফাইনালে আরও রেকর্ড ভাঙতে পারেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। এই বিশ্বকাপের ৬ ম্যাচে ৫টি গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে গিয়েছেন মেসি। ৮টি গোলো অ্যাসিস্ট করে মারাদোনার সমান তিনি, শেষ ম্যাচে সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারেন। মেসি গড়তে পারেন আরও অনেক রেকর্ড।